• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের সঙ্গে দুটি দিবারাত্রির টেস্ট খেলতে চায় অজিরা

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৪১
অস্ট্রেলিয়া ক্রিকেট দল
অস্ট্রেলিয়া ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

ক্রিকেটে উপমহাদেশের অন্যতম শক্তিধর দেশ ভারত ৷ তারপর ঘরের মাঠে যেকোনো ফরম্যাটে অপ্রতিরোধ্য তারা। সম্প্রতি গোলাপি বলে ভারত তাদের আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টই জিতে নেয় তিন দিনে। আর তাই ভারতের সাথে দিবারাত্রির টেস্ট খেলতে আগ্রহের প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার।

এখন পর্যন্ত দেশের বাইরে গোলাপি বলে খেলার একাধিক প্রস্তাব পেলেও এতদিন নিশ্চুপ ছিল ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্ট শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন- এখন থেকে সব সিরিজেই একটি দিবারাত্রির টেস্ট খেলতে চেষ্টা করবে ভারত।

সেই ধারাবাহিকতায় এবার ভারতকে একাধিক দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারত সফর করবে। যেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে, তখন দুই বোর্ডের শীর্ষ কর্তারা একাধিক দিবারাত্রির ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনায় বসবেন।

দুই দেশের বোর্ড কর্তাদের আলোচনা বাস্তবায়িত হলে ২০২১ সালে অস্ট্রেলিয়ায় দুইটি গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সিরিজেই একাধিক দিবারাত্রির টেস্ট দেখা যায়নি।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া পেয়েছে দাপুটে জয়। এই ম্যাচটি ছিল দিবারাত্রির। ভারতও মাত্র কদিন আগেই বাংলাদেশকে ইডেন টেস্টে হারাল। সেদিক বিবেচনা করেই ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের সাথে দিবারাত্রির টেস্ট খেলার আগ্রহ দেখায়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড