• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগ্রেসদের শুভ সূচনা

  ক্রীড়া ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫০
শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল টাইগ্রেসরা
শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল টাইগ্রেসরা (ছবি : সংগৃহীত)

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের (সাউথ এশিয়ান গেমস) ত্রয়োদশ আসরে মেয়েদের ক্রিকেটে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পোখারায় শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে টাইগ্রেসরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সানজিদা।

এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান তোলে শ্রীলঙ্কা নারী দল। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১২৬ রান করে জয় তুলে নেয় সালমা খাতুনের দল।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার উমেশা থিমাশিনি। ৪টি ছক্কা ও ৫টি চারে সাজিয়ে ৪৯ বলে এ রান করেছেন তিনি। এছাড়া অধিনায়ক হার্শিথা মাদাভি ৩৩ রান করেছেন।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। জাহানারা আলম নিয়েছেন এক উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সানজিদা ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। তিনে নেমে ৮টি চারে সাজিয়ে ৪৫ বলে অপরাজিত ৫১* রান করেন সানজিদা। এছাড়া আয়েশা রহমান করেছেন ২৯ রান। ফারজানা হক অপরাজিত ছিলেন ২৩* রানে।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ১২২/৬ (২০ ওভার) বাংলাদেশ : ১২৬/৩ (১৮.৩ ওভার) ফল : বাংলাদেশ জয়ী ৭ উইকেটে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড