• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্দান্ত জয়ে শুরু নারী ক্রিকেটারদের এসএ গেমস মিশন

  ক্রীড়া ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪১
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ১৩তম আসরে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

নেপালের পোখারায় এসএ গেমসের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী ক্রিকেটাররা। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ব্যাটিংয়ে নেমে ধীরগতিতে শুরু করেন লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম পাঁচ ওভারে তারা স্কোরবোর্ডে জমা করে মাত্র ২১ রান। এরপর ষষ্ঠ ওভারে ১৩ রান তুলে নিয়ে খোলস থেকে বের হয় লঙ্কানরা।

২০ ওভার শেষে ৬ উইকেটে ১২২ রান করতে পারে শ্রীলঙ্কার মেয়েরা। শেষদিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এ রানেই আটকে যায় লঙ্কানরা। দলের হয়ে ৪৯ বলে ৫৬ রান করেন উমেশা থিমাশিনি। ৫ চার ও ৪ ছয়ে এ ইনিংস সাজান তিনি। এছাড়া মাধবী ৩০ বলে করেন ৩৩ রান।

বাংলাদেশের বোলার নাহিদা আক্তার ৩৪ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ২২ রানে ১ উইকেট নেন জাহানারা আলম। কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১৩ রান দেন অধিনায়ক সালমা খাতুন।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। তিন নম্বরে নেমে ৪৫ বলে ৫১ রান করেন সানজিদা ইসলাম। ৮ চারে এ রান করেন সানজিদা। এছাড়া ৩৫ বলে ২৯ রান করেন আয়েশা। বুধবার (৪ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলতে নামবে সালমা খাতুনরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড