• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুখে আছেন কৌতিনহো

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ২০:২৭
ফিলিপে কৌতিনহো
ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কৌতিনহো (ছবি: সংগৃহীত)

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো। তবে দুর্ভাগ্যজনকভাবে লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতলেও ট্রফি অধরাই থেকে গেছে কৌতিনহোর। অন্যদিকে নিজের ফর্ম হারিয়ে এ ফুটবলারকে ছাড়তে হয়েছে বার্সাও।

বার্সেলোনায় নিজেকে মেলে ধরতে পারেনি কৌতিনহো। ফলে বার্সা তার পরিবর্তে ফরাসি তারকা গ্রিজম্যানকে দলে ভিড়িয়েছে। আর কৌতিনহোকে ধারে পাঠিয়েছে বায়ার্ন মিউনিখে।

বায়ার্ন মিউনিখে এসেই যেন কৌতিনহো নিজের হারানো ফর্ম ফিরে পাচ্ছেন। পুরনো ফর্মে ফিরে এসে বায়ার্নের জার্সিতে খেলছেন অসাধারণ। বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হলে বার্সায় যাওয়ার সুযোগ রয়েছে তার। তবে কৌতিনহো আর বার্সায় ফিরে যেতে চান না। বায়ার্নেই থেকে যেতে যান এ মিডফিল্ডার। কৌতিনহো বলেন, ‘আমি এখানে খুবই আরামে আছি। আমি বছরের জন্য এখানে থাকার পরিকল্পনা করছি এবং এখানে আমার সময়ের দিকে ফোকাসটা দিচ্ছি। যদি সবকিছু ফিট থাকে তাহলে আমি এখানে (বায়ার্ন মিউনিখ) থেকে যেতে চাই।’

বাজে পারফরম্যান্সের কারণে ইতোমধ্যেই বায়ার্নের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে নিকো কোভাচকে। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে হ্যান্স ফ্লিককে। নতুন এ কোচের অধীনে সুখে আছেন কৌতিনহো। এমনটাই জানিয়েছেন তিনি। কৌতিনহো বলেন, ‘আমরা তার অনুশীলনের পন্থা বুঝতে পারছি এবং ভালো খেলছি। যার কারণে সবকিছু ভালোভাবে এগোচ্ছে। ফ্লিক সবাইকে সমান গুরুত্ব দেন এবং আমরা সুখে আছি। তবে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড