• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন চুক্তিতে সাকিব আল হাসান

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৪
সাকিব আল হাসান
জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব (ছবি : সংগৃহীত)

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু নিষিদ্ধ হলেও জনপ্রিয়তা একটুও কমেনি সাকিবের।তারই প্রমাণ ইয়ামাহার সঙ্গে এই চুক্তি।

ইয়ামাহা বাংলাদেশ মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ।

উল্লেখ্য যে, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুইবার ও একই বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব।

কিন্তু তারপরও আইসিসিকে এই বিষয়ে অবগত করেননি তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। কিন্তু আইসিসিকে সহযোগিতা করায় নিষেধাজ্ঞা এক বছর স্থগিত করে। আর তাই এক বছর পর মাঠে ফিরতে পারবেন তিনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড