• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চরম লজ্জা থেকে বাংলাদেশকে বাঁচাল ক্যারিবিয়ানরা

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৯
উইন্ডিজ ক্রিকেট দল
উইন্ডিজ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের এ হারে চরম লজ্জা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ।

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। অন্যদিকে নবাগত আফগানিস্তান রয়েছে দশম স্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬১। মাত্র ৪ টেস্ট খেলেই ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে আফগানরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রশিদ খানরা এ ম্যাচ জিতলে তাদের রেটিং পয়েন্ট হতো ৭৪। ফলে তারা বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠে আসত। অন্যদিকে এ টেস্ট ড্র হলে আফগানদের রেটিং পয়েন্ট হতো বাংলাদেশের সমান ৬১। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশকে ছাড়িয়ে নবম স্থানে উঠে আসত তারা। এ ম্যাচ তারা হেরে যাওয়ায় আপাতত এ লজ্জা থেকে বাঁচল বাংলাদেশ।

অভিষেকের পর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে আফগানিস্তান। নিজেদের প্রথম টেস্টে ভারতের কাছে হারলেও পরের দুই টেস্টে আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে দলটি। ফলে চার ম্যাচে তাদের জয় ও পরাজয়ের সংখ্যা সমান দুই। অন্যদিকে টেস্টে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৯ বছর আর খেলতে হয়েছে ৬০টি টেস্ট।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড