• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিবা রাত্রির টেস্টে কোনো চাপ নেই : মুমিনুল

  ক্রীড়া ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৯:২২
মুমিনুল হক
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ছবি : সংগৃহীত)

ইন্দোরে তিন দিনে খেলা শেষ হয়েছে। ইডেন রাতের আলোয় গোলাপি বলে লড়াই, স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে কতদিন গড়াবে দ্বিতীয় টেস্ট। পেস আক্রমণের বিপক্ষে প্রথম টেস্টে যেভাবে নাজেহাল হলো বাংলাদেশি ব্যাটসম্যানরা তাতে প্রশ্নটা অবান্তর নয়। কারণ গোলাপি বলে আরও বেশি সুবিধা পাবেন পেসাররা।

কলকাতার গণমাধ্যমে রব উঠেছে এই টেস্টও তিন দিনে মীমাংসা হবে। যা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ লজ্জাজনক বটে। তবে টাইগার অধিনায়ক মুমিনুল মনে করেন ব্যাটিং ভালো হবে এবার। ইডেন গার্ডেন্সে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন মুমিনুল।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি না খেলা তিন দিনে শেষ হবে! ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে এমন কোনো কথা নেই। হয়তো ঘাস থাকার পরও শক্ত উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন। আমার মনে হয় স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

পেস আক্রমণে বাংলাদেশের চেয়ে ভারত যোজন যোজন এগিয়ে। তবে দুই দলের কারও অভিজ্ঞতা নেই গোলাপি বলে টেস্ট খেলার। তাই এ ম্যাচে চাপ কম থাকবে মনে করেন মুমিনুল। কারণ বাংলাদেশ এখন পেশাদার একটি দল। মুমিনুল বলেন, ‘বাইরে কি হচ্ছে না হচ্ছে পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমাদের প্রভাবিত করবে বলে মনে হয় না। এই চাপ আসাও উচিত না। যে যার কাজ ঠিকমতো করছি। চাপ আসার কোনো সুযোগ নেই।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড