• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে বাড়ছে দল

  ক্রীড়া ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৮:০০
আইপিএল
২০২০ আইপিএল আসর (ছবি : সংগৃহীত)

টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাড়ছে দলের সংখ্যা। নতুন বছরই বিষয়টির বাস্তবায়ন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০০৮ সালে আইপিএলের আসর শুরু। তখন থেকে প্রতি আসরে আটটি করে দল অংশ নিচ্ছে। বাড়তি জনপ্রিয়তার ফলে এর আগেও দল বাড়ানোর কথা বলেছিল বিসিসিআই। তবে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এবার দল বাড়ানোর ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। আপাতত একটি টিম বাড়ানো হচ্ছে।

ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী সব মিলিয়ে ১০ দলের টুর্নামেন্ট হবে। তবে এখনই তা সম্ভব হচ্ছে না। ১০ দলের টুর্নামেন্ট ২০২২ সালের আগে হওয়ার সম্ভাবনা নেই। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) দেখে আসন্ন আইপিএলের সূচি নির্ধারণ করা হবে। ৯ দলের লিগ হলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৬টি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলে দল নিতে আগ্রহী বহু সংস্থা। এরই মধ্যে ‌একের অধিক প্রতিষ্ঠান লিগে দল কিনতে আগ্রহী হয়ে উঠেছে। শোনা যাচ্ছে, আহমেদাবাদ থেকে হতে পারে নতুন ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে হোমগ্রাউন্ড হিসেবে মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামকে দেখিয়েছে তারা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড