• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেটে ফিরেই ইনজুরিতে মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর ২০১৯, ১৮:০৪
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তিনি। এরপর বাংলাদেশ আর কোনো ওয়ানডে খেলেনি।

তবে আসন্ন বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরতে চান মাশরাফি। সে লক্ষ্যে অনুশীলনেও নামেন তিনি। তবে রবিবার (১৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে নেমেই ইনজুরিতে পড়েন এ ক্রিকেটার। ব্যাট করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পান মাশরাফি।

স্বস্তির খবর হচ্ছে, মাশরাফির চোট গুরুতর নয়। মাশরাফির ইনজুরির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাশরাফির ইনজুরি গুরুতর নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই তিনি সেরে উঠবেন। আমাদের ফিজিও দেখেছে। আমি এখনও দেখতে পারিনি। আজকে (বুধবার) আসার কথা ছিল। তবে ফিজিও বলেছে, চোট খুব গুরুতর নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’ অন্যদিকে নিজের ইনজুরির ব্যাপারে মাশরাফি বলেন, ‘হালকা একটু আঘাত পেয়েছি। তেমন কিছু নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব।’

ইনজুরি নিয়েই ভারত সফরে যাবেন মাশরাফি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ঐতিহাসিক ইডেন টেস্ট দেখতে যাবেন এ ক্রিকেটার। অন্যদিকে এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামবেন তিনি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড