• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঠেই মেসিকে মারামারির প্রস্তাব দেন কাভানি

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৫:০৯
এডিনসন কাভানি
উরুগুয়ে স্ট্রাইকার কাভানি ও মেসির উত্তপ্ত বাক্যবিনিময় (ছবি : সংগৃহীত)

প্রীতি ম্যাচ হলেও উত্তেজনার ঝাঁজ যেন পরিপূর্ণ ছিল গত রাতের (১৮ নভেম্বর) আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচে। বিশেষ করে মেসি এবং কাভানি তো পারলে একেবারে যুদ্ধ শুরুই করে দিয়েছিলেন।

সোমবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটিতে মেসির শেষ মুহূর্তের পেনাল্টিতে হার থেকে বাঁচে লিওনেল স্কালোনির শিষ্যরা। এর আগে দুইবার এগিয়ে গিয়েও জয় পায়নি উরুগুয়ে।

খেলার এক পর্যায়ে ১-০ গোলে এগিয়ে থাকা উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে হঠাৎ মেসি ও প্রতিপক্ষের স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। মাঠের মধ্যে তর্কাতর্কির পর্যায়ে থাকলেও প্রথমার্ধ শেষ হওয়ার পর টানেলে আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে যান মেসি এবং কাভানি। মেসির উদ্দেশে কাভানি বলেন, ‘মারামারি করতে চাও নাকি আমার সাথে?’ জবাবে মেসিও কম যান না, তার প্রস্তাবের প্রত্যুত্তরে তিনি জানান, ‘যখন তুমি চাও।’

এই ঘটনার পরে অবশ্য মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও দিয়াগো গডিনের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। দুইজনের মধ্যকার মনোমালিন্যেরও অবসান হয়। ম্যাচ শেষে অবশ্য কাভানি এ ব্যাপারটিকে উড়িয়ে দিলেন। ইএসপিএনে তিনি বলেন, ‘এটা একটা ক্লাসিক ম্যাচ ছিল। যেখানে দক্ষিণ আমেরিকার দুটি শক্তিশালী দল মাঠে নেমেছিল। দুটি দলেই ভালো দিক রয়েছে। আমরা ইতিবাচকভাবেই ফুটবল খেলার চেষ্টা করেছি।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড