• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন দিনেই শেষ হবে বাংলাদেশ, আশা করেনি ভারতও

  ক্রীড়া প্রতিবেদক

১৭ নভেম্বর ২০১৯, ১১:০১
বাংলাদেশ-ভারত
ছবি : বিসিসিআই

হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের প্রথম ইনিংসে করা ১৫০ রানের জবাবে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। পাঁচ দিনের টেস্ট মাত্র তিন দিনেই জিততে পারবে সেটি ভাবেননি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তার বিশ্বাস ছিল ইন্দোর টেস্টে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে সফরকারীরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাবে এটা আমরা কেউ অনুমান করতে পারিনি। বাংলাদেশ তো ভালো দল। হ্যাঁ, আমরা ভালো বোলিং করেছি। ওদের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা কাজে দেয়নি। ওদের প্রথম ইনিংসে ভালো করতে না পারাটা আমাদের কাজে দিয়েছে। তিন দিনেই ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা সত্যি এটা আশা করিনি।’

ম্যাচটি ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবুও ম্যাচ থেকে অনেকগুলো ইতিবাচক দিক খুঁজে বের করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। তার ভাষায়, ‘তবে এই টেস্টে অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে। বিশেষ করে আবু জায়েদের চার উইকেট প্রাপ্তি। মুশফিকুর দুই ইনিংসেই ভালো ব্যাট করেছে। লিটনও ভালো ছিল। আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা প্রতিপক্ষের দুর্দান্ত বোলিং লাইনআপের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছে। আমাদের ১৫-২০ ওভার আরও চেষ্টা করা দরকার ছিল।’

সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচ দিয়ে প্রথমবার দিবা রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ এবং ভারত।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড