• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্নীতি মেনে নিয়েই খেলতে হয়েছে হাফিজকে

  ক্রীড়া ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ২১:১৪
মোহাম্মদ হাফিজ
পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ (ছবি: সংগৃহীত)

ভারতীয় জুয়াড়ি আর পাকিস্তানি ক্রিকেটারদের নামই সবচেয়ে বেশি জড়িয়েছে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে। পাকিস্তানি ক্রিকেটারদের এমন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে চেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু দল থেকে বাদ পড়ার শঙ্কায় প্রতিবাদ করতে পারেননি এ পাকিস্তানি ক্রিকেটার। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্যই করেন তিনি।

ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে নিজের ইউটিউব চ্যানেলে বরাবরই সরব হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আকতার। এবার তার চ্যানেলে এ নিয়ে কথা বললেন হাফিজ। এ ক্রিকেটার জানান, তিনিও এসব দুর্নীতির বিরুদ্ধে ছিলেন সবসময়। হাফিজ বলেন, ‘এই ক্রিকেটাররা আমার ভাইয়ের মতো। ওদের জন্য আমার প্রার্থনা থাকল। কিন্তু ওরা যা করেছে, আমি তার বিরুদ্ধে ছিলাম।’

এছাড়া হাফিজ প্রতিবাদও করতে চেয়েছিলেন। কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল ওরা পাকিস্তানের হয়ে খেলবে। আর আমিও যদি পাকিস্তানের হয়ে খেলতে চাই, তা হলে কী করব তা আমাকেই সিদ্ধান্তই নিতে হবে। তাই আমাকে সেই সমস্ত ক্রিকেটারদের সঙ্গেই খেলতে হয়েছিল। যদিও আমি জানতাম যে এটা ঠিক হচ্ছে না। এখনো বলছি যে এমন হলে পাকিস্তানের পক্ষে তা কখনো ফলপ্রসূ হবে না। এমন কোনো ক্রিকেটারকে ফিরিয়ে আনা কখনোই ঠিক হবে না।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড