• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেঞ্চুরির লজ্জা চার বোলারের

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ২১:০১
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

ইন্দোর টেস্টের দুই দিনেই বাংলাদেশের হার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। মুশফিক-মুমিনুলরা অতিমানবীয় কিছু না করলে এ টেস্ট নিশ্চিতভাবে হেরে যাচ্ছে বাংলাদেশ; এমনকি হারতে পারে ইনিংস ব্যবধানেও।

এ ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি অধিনায়ক মুমিনুলের টস জয়। এরপর পুরো দুইদিন চরম হতাশায় কেটেছে ক্রিকেটারদের। প্রথমে ব্যাট করে মাত্র ১৫০ রানেই গুঁটিয়ে যায় মুমিনুলরা। জবাবে ইতোমধ্যেই রানপাহাড় গড়ে ফেলেছে ভারত। এক মায়াঙ্ক আগারওয়ালই করেছেন ২৪৩ রান। দিনশেষে ভারতের লিড ৩৪৩ রানের। বাজে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিংও ভুগিয়েছে বাংলাদেশকে। ইনিংসের শুরুতেই সহজ ক্যাচ ফেলে দিয়ে আগারওয়ালকে জীবন দিয়েছিলেন ইমরুল।

এ ম্যাচে বাংলাদেশের পাঁচ জন বোলার বল করেছে। সাকিব বিহীন বোলিং লাইনআপের যেনো কঙ্কাল বেড়িয়ে এসেছে। চারজন বোলার রান দিয়েছেন সেঞ্চুরির ওপরে। আর মাহমুদউল্লাহ মাত্র ৩ ওভারেই দিয়ে ফেলেছেন ২৪ রান। তিনি যে হারে রান দিচ্ছিলেন আরও কয়েক ওভার করলে তার খাতায়ও সেঞ্চুরি যোগ হতো।

উইকেট সংখ্যায় বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আবু জায়েদ রাহী। তবে ২৫ ওভার বল করেই তিনি রান দিয়েছেন ১০৮। আরেক পেসার এবাদাত ৩১ ওভারে দিয়েছেন ১১৫ রান, উইকেট পেয়েছেন একটি। ২৮ ওভারে কোনো উইকেট পাননি তাইজুল, রান দিয়েছেন ১২০। আরেক স্পিনার মেহেদি মিরাজ ২৭ ওভারে ১২৫ রান দিয়ে এক উইকেট পেয়েছেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড