• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতকে টসে হারিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৭
টসের মুহূর্তে
টসের মুহূর্তে (ছবি : সংগৃহীত)

ভারতে বাংলাদেশের সফর শুরু হয়েছিল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম ম্যাচেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ধাক্কা দিয়েছিল টাইগাররা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নেয় স্বাগতিকরা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুই ম্যাচে টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভারতকে টসে হারিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

১৩ ম্যাচে টস জেতার পর আজ ভাগ্য নির্ধারণে হেরেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যদিও এই নিয়ে কোনো ভাবনা নেই তার। টস করার সময় তার বক্তব্য ছিল টস জিতলে ফিল্ডিংই করতেন তিনি। যদিও ২০১৮ সালের পর থেকে আগে বোলিং করে ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে। আর বাকি ৬ ম্যাচেই হেরেছে তারা।

এই ম্যাচে দুইজন স্পিনার ও দুইজন পেসার নিয়ে মাঠে নেমেছে মুমিনুল বাহিনী।

বাংলাদেশের একাদশ :

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মাদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

ভারতের একাদশ :

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড