• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশকে সম্মান ও সমীহ— দুটোই করছেন রাহানে

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ২১:২৮
ইন্দোর টেস্ট
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেটাররা (ছবি: সংগৃহীত)

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট। ইন্দোরের হলকার স্টেডিয়ামে খেলতে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দুই দলই। প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশকে মোটেও হাল্কাভাবে নিচ্ছেন না বলে জানিয়ে দিলেন ভারতের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে।

সাংবাদিকদের রাহানে বারবারই বললেন, তার দল বাংলাদেশকে সম্মান করে। এছাড়া বাংলাদেশকে ভালো দলও মানেন রাহানে। নিজের কথার ব্যাখ্যাও দেন এ ক্রিকেটার। রাহানে বলেন, ‘কোনো সন্দেহ নেই বাংলাদেশ ভালো দল। তারা একটা দল হিসেবেই নিজেদের দিনে মেলে ধরে। দলটির মধ্যে একতাবদ্ধ হয়ে খেলার চেষ্টা থাকে। আমরা অবশ্যই নিজেদের শক্তিমত্তা জানি, তবে প্রতিপক্ষকে কখনোই ছোটো করে ভাবি না। আমরা বাংলাদেশকে সম্মান করেই মাঠে নামব।’

এছাড়া অতীত কিংবা ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ এ ক্রিকেটার। তাই তো শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ আর এ সিরিজের শেষ টেস্ট নিয়েও ভাবছেন না তিনি। রাহানের ভাবনায় শুধু ইন্দোরের ম্যাচ। তার কথায়, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজে আমরা যথেষ্ট ভালো খেলেছি। সেটা এখন অতীত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচই আলাদা, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা এখন ইন্দোর ম্যাচ নিয়েই ভাবছি। এরপর কলকাতার দিবারাত্রির টেস্ট নিয়ে ভাবার সময় পাব। আবারও বলছি, বাংলাদেশকে মোটেই আমরা হালকা করে নিচ্ছি না, তাদের প্রতি সম্মান রেখেই নিজেদের খেলাটা খেলব।’

বাংলাদেশকে শুধু সম্মানই নয়, সমীহও করেন রাহানে। তাই তো তিনি বললেন, ‘বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে। তারা আমাদের চাপের মধ্যে ফেলতে চাইবে। আমি জানি বাংলাদেশ ইন্দোরের ম্যাচটি এবং যথাসম্ভব সিরিজটি জিততে চাইবে। অতীতের ম্যাচ (দ. আফ্রিকার বিপক্ষে) না ভেবে সম্পূর্ণ নতুন এই ম্যাচটি নিয়ে আমাদের ভাবতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, প্রতিটি সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং, বাংলাদেশও আমাদের চ্যালেঞ্জ জানাবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড