• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গত বছর এই দিনে ইতিহাস গড়েছিলেন মুশফিক

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৮:২৪
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি: সংগৃহীত)

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ২০১৮ সালের ১২ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে এ কৃতিত্ব অর্জন করেছিলেন মুশফিক। আজ মুশফিকের সেই ইতিহাস গড়ার এক বছর পূর্ণ হলো।

বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরির মালিকও মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ঠিক ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। ম্যাচটি ড্র হয়েছিল। এর দুই বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান ওপেনার তামিম ইকবাল। এছাড়া ২০৬ রান করে তিনি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও বনে গিয়েছিলেন।

এরপর ২০১৭ সালে তামিমকে হটিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ২১৭ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও খেলে ফেলেন তিনি। যদিও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।

তবে ২০১৮ সালের আজকের দিনে নিজের হারানো অর্জন পুনরুদ্ধার করেন মুশফিকুর রহীম। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলে একমাত্র বাংলাদেশি হিসেবে দুইবার ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন তিনি। সেই সঙ্গে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটির মালিকও বনে যান এ ক্রিকেটার। এখন পর্যন্ত মুশফিকের রেকর্ডটি অক্ষত রয়েছে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড