• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুশফিকদের কাঁদানোর ৩৬ ঘণ্টা পর আবারও চাহারের হ্যাটট্রিক

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৭:৪৪
দীপক চাহার
দুইদিনের মধ্যে দুইটি হ্যাটট্রিক করলেন চাহার (ছবি : সংগৃহীত)

দীপক চাহার এখন ভারতের হ্যাটট্রিক ম্যান উপাধি পেলেই হয়। রবিবার (১০ নভেম্বর) রাতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকসহ ছয় উইকেট তুলে নেন। চাহারের এ বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ জেতে ভারত।

টাইগারদের বিপক্ষে ১৮ ওভারের শেষ বলে শফিউলকে ও ২০ ওভারের প্রথম দুই বলে মুস্তাফিজ ও বিপ্লবকে আউট করেন তিনি। টি-টুয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে প্রথম ও বিশ্বের ১২তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন চাহার। বাংলাদেশের বিপক্ষে তিনি ২০ বলে সাত রানে ৬ উইকেট নিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েন।

সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আবারও হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার। বিদর্ভের বিপক্ষে রাজস্থানের হয়ে এ কীর্তি গড়েন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিন ওভারে ১৮ রানে হ্যাটট্রিকসহ শিকার করেন চার উইকেট।

তার পেস আঘাতে ১৩ ওভারের ম্যাচে নয় উইকেটে ৯৯ রানে বিদর্ভকে আটকে দেয় রাজস্থান। দর্শন নালকান্ডে, শ্রীকান্ত ভগ ও অক্ষয় ভদকারকে আউট করেন চাহার। মজার ব্যাপার হচ্ছে, ২০১০ সালে মুস্তাক আলী ট্রফিতে বিদর্ভের বিপক্ষেই প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলেন দীপক।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড