• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দোর টেস্টের আগে নিজেদের শান দিচ্ছে টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৬:০৪
অনুশীলন করছেন টাইগাররা
অনুশীলন করছেন টাইগাররা (ছবি : সংগৃহীত)

টি-টুয়েন্টি সিরিজ শেষে এবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) মুখোমুখি হবে দুই প্রতিবেশী দল। সাদা পোশাকে মাঠে নামার আগে ইন্দোরের হলকার স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ইতোমধ্যে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি সিরিজ খেললেও প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে মুমিনুলরা। ভারত এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলে সবার শীর্ষে রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অনুশীলনের ব্যাটসম্যানদের একান্তে সময় দেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। বোলিং ও ফিল্ডিংয়ে সামান্য কিছু সময় দিয়েছিল টাইগাররা। কিন্তু তাদের মূল মনযোগ ছিল কীভাবে ভারতের স্পিন আক্রমণ সামলানো যায় তার ওপর।

সাম্প্রতিক দিনগুলোতে ভারতের তিন পেসার উমেশ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামিরা তাদের গতি ও শর্ট বাউন্সার দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন। তাদের বিপক্ষে নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুল শটে বিশেষ সময় দিয়েছেন।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

ভারত টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বীন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুবমান গিল ও রিশাভ পান্থ।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড