• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেটার সংগঠনের প্রেসিডেন্ট হলেন ওয়াটসন

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৩:৩১
শেন ওয়াটসন
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসন (ছবি : সংগৃহীত)

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন দেশটির সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। সিডনিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। নতুন পদে আসীন হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সাবেক ওপেনার। তিনি বলেন, ‘এসিএর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আমি অনেক সম্মানিত। আমার আগে যারা এ দায়িত্ব পালন করেছেন তারা আমার পথ চলার পাথেয়।'

২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়াটসনের। ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি-টুয়েন্টি ম্যাচ খেলেন এ ডানহাতি হার্ডহিটার। তিন ফরম্যাট মিলে ১০ হাজার ৯৫২ রান ও ২৯১ উইকেট শিকার করেন তিনি। ক্যারিয়ারে দুইটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী তারকা এ অজি অলরাউন্ডার।

দশ জনে বর্ধিত করা এসিএর বোর্ডে ওয়াটসন ছাড়াও নতুন তিন সদস্য হচ্ছেন- বর্তমান অজি ক্রিকেটার প্যাট কামিন্স, নারী ক্রিকেটার ক্রিস্টেন বিমস ও সাবেক নারী ক্রিকেটার লিসা স্টালেকার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে ওয়াটসনসহ অন্যরা হলেন :

শেন ওয়াটসন-প্রেসিডেন্ট ও নির্বাচিত পরিচালক গ্রেগ ডায়ার-ইনিশিয়াল চেয়ার ও নির্বাচিত পরিচালক অ্যারন ফিঞ্চ-নির্বাচিত পরিচালক অ্যালিসা হিলি-নির্বাচিত পরিচালক প্যাট কামিন্স-নির্বাচিত পরিচালক ক্রিস্টেন বিমস-নির্বাচিত পরিচালক ময়জেস হেনরিকস-নির্বাচিত পরিচালক লিসা স্টালেকার-নিযুক্ত পরিচালক নেইল ম্যাক্সওয়েল-নিযুক্ত পরিচালক জেনেট টর্নি-নিযুক্ত পরিচালক

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড