• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

  ক্রীড়া ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১৬:০৩
টি-টুয়েন্টির ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়ক
টি-টুয়েন্টির ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়ক (ছবি : সংগৃহীত)

চলমান বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজে রুদ্র প্রকৃতির হস্তক্ষেপ নিয়ে শঙ্কা যেন কাটছেই না। সিরিজের প্রথম ম্যাচে ছিল দিল্লির ভয়াবহ বায়ু দূষণ। রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ তো ঘূর্ণিঝড় মাহায় পণ্ড হওয়ার শঙ্কায় ছিলেন সবাই। যদিও শেষ পর্যন্ত ঠিকঠাকভাবেই মাঠে গড়ায় ম্যাচটি।

আজ (১০ নভেম্বর) নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অঘোষিত ফাইনাল ম্যাচটিতেই নির্ধারণ হবে সিরিজ। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’- এর প্রভাব দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোয় খুব ভালোভাবেই টের পাওয়া গেছে। ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। এতে সমর্থকদের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, নাগপুরেও কি ছাপ রেখে যাবে বুলবুল?

ভয় পাওয়ার কিছুই নেই। কলকাতা থেকে নাগপুরের দূরত্ব ১২০০ কিলোমিটারের বেশি। আকুওয়েদারের তথ্য অনুযায়ী, নাগপুরে বৃষ্টিপাতের শঙ্কা শতকরা ১ শতাংশ। আকাশে খণ্ড খণ্ড মেঘ থাকলেও সারাটা দিন রৌদ্রোজ্জ্বল থাকবে বলেই জানানো হয়েছে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড