• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মান ক্লাসিকোতে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল বায়ার্ন

  ক্রীড়া ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১১:০৬
রবার্ট লেভানডোস্কি
ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করেন লেভানডোস্কি

জার্মান লিগের ধ্রুপদী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে বিধ্বস্ত করল বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন রবার্ট লেভানডোস্কি। এ জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে লিপজিগ। আর ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া মঞ্চেনগ্ল্যাডবাখ। অপর দিকে, ম্যাচ হেরে ডর্টমুন্ড নেমে গেছে পঞ্চম স্থানে।

আলিয়াঞ্জ অ্যারেনাতে ১৭তম মিনিটে স্বাগতিকদের প্রথম এগিয়ে রাখেন লেভানডোস্কি। পাভার্ডের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই পোলিশ স্ট্রাইকার। ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ন্যাব্রি। ৭৬তম মিনিটে থমাস মুলারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোস্কি। লিগে চলতি মৌসুমে এটি তার ১৬তম গোল। পরের গোলটি বায়ার্ন পায় আত্মঘাতী গোলে।

অন্তর্বর্তীকালীন কোচ হানসি ফ্লিকের অধীনে এটি দ্বিতীয় জয় বায়ার্নের। এর আগে গত বুধবার (৬ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারায় বাভারিয়ানরা। লিগে আগের ম্যাচে ফ্রাঙ্কফুর্টের মাঠে ৫-১ গোলে হারের কারণে কোচ নিকো কোভাচকে বরখাস্ত করে বায়ার্ন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড