• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডোমিঙ্গোর আশা, সিরিজ জিতবে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৮:৩২
রাসেল ডোমিঙ্গো
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো (ছবি: সংগৃহীত)

জয় দিয়ে ভারত সফর শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ। সিরিজ ১-১ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে। রবিবার (১০ নভেম্বর) নাগপুরে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ হারলেও শেষ ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের ভুলগুলো শুধরে নাগপুরে সিরিজ জয়ের উৎসব করবে বাংলাদেশ এমনটাই আশা করেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যানস ছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো পজিশনে থেকেও ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। তবে যদি আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি ও কার্যকরী খেলা দেখাতে পারি তাহলে ভারতকে যে কোনো সময় হারাতে পারব।’

এছাড়া তিনি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই তাদের এই দলের বোলারদের অভিজ্ঞতার অভাব রয়েছে। আমরা যদি ভালো ব্যাটিং করতে পারি ও ম্যাচে সেরাটা দেখাতে পারি তবে তাদের বোলাররা চাপে পড়ে যাবে। তারা দুর্দান্ত দল, কিন্তু আমরা ভালো ব্যাটিং করলে তাদের বোলাররা চাপে পড়বেই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড