• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ম্যাচেই কোটিপতি!

  ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৮:২৪
বরুণ চক্রবর্তী
সতীর্থদের সঙ্গে বরুণ চক্রবর্তী (ছবি: সংগৃহীত)

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে ব্যাট-বলের খেলা ছাড়াও এ টুর্নামেন্টে চলে টাকার খেলা। কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের ভয়ঙ্কর সব ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টায় মগ্ন থাকেন দলগুলোর ফ্রাঞ্চাইজিরা।

আইপিএলের নিলামে গেইল রাসেলরা যেমন চড়া দামে বিক্রি হয়, তেমনি কোহলি-রোহিতরাও পান কোটি কোটি টাকা। দলে দেশি ক্রিকেটার বেশি খেলাতে হয় বলেই নিলামে ভারতীয় ক্রিকেটারদের কদর বেশি থাকে। তবে সাধারণত জাতীয় দলে খেলা ক্রিকেটারদের কিনতেই প্রতিযোগিতা চলে বেশি।

তবে নিলামের বাজারে কখনো কখনো অখ্যাত ক্রিকেটাররাও বাজিমাত করে। অখ্যাত ভারতীয় ক্রিকেটার বরুণ চক্রবর্তী তাদের মতোই একজন। সর্বশেষ আসরে কিংস ইলেভেন পাঞ্জাব ‘রহস্য স্পিনার’ খ্যাত বরুণকে দলে ভেড়ায় ৮ কোটি ৪০ লাখ রুপিতে, যা টাকায় প্রায় ১০ কোটি (৯ কোটি ৯৯ লাখ)।

নিলামে বাজিমাত করলেও টুর্নামেন্টে খেলার সুযোগই পাননি তিনি। পাঞ্জাবের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন। ম্যাচে একটি উইকেটও শিকার করেছিলেন এ ক্রিকেটার। ম্যাচ না খেললেও টুর্নামেন্ট শেষে ঠিকই টাকা পেয়েছেন তিনি। ফলে এক ম্যাচ খেলেই কোটিপতি বনে গেছেন এ ক্রিকেটার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড