• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফিফ, বিপ্লবের প্রশংসা করলেন পাপন

  ক্রীড়া ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১২:৩৬
বাংলাদেশ-ভারত সিরিজ
বাংলাদেশ দলের তরুণ তিন ক্রিকেটার (ছবি : সংগৃহীত)

যে কোনো দলে তরুণ অভিজ্ঞদের অবদানসহ দলগত প্রচেষ্টা সাফল্যের চাবিকাঠি। বাংলাদেশ ক্রিকেট দল বেশ কয়েক বছর ধরে সেই ধারাবাহিকতার বাইরে। তবে বোর্ডের একান্ত প্রচেষ্টায় তরুণরাও এখন দলের জয়ে অবদান রাখছে।

ভারতের সাথে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না বাংলাদেশের দুই সিনিয়র তারকা সাকিব-তামিম। তাই দলে জায়গা হয়েছে কিছু তরুণ ক্রিকেটারের। তাদের মধ্য থেকে আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ও নাঈমের জায়গা হয়।

ভারতের বিপক্ষে অসাধারণ বোলিং করেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অধিনায়কের ইচ্ছায় প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন আফিফ।

তাছাড়া ব্যাটিংয়ে নেমে নিজের অভিষেক ম্যাচে তামিমের অভাব পূরণে চেষ্টা করেছেন নাঈম।

আমিনুল ইসলাম বিপ্লব, অলরাউন্ডার আফিফ হোসেন ও নাঈম শেখের প্রশংসায় পঞ্চমুখ তাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলে তরুণদের পারফরম্যান্সে খুশি তিনি । পাপন বলেন, ‘একসময় আমরা অভিজ্ঞদের উপর ভরসা করে খেলতে যেতাম। তরুণদের অবদান বলতে কিছুই ছিল না। কিন্তু এখন আমাদের তরুণরা ভাল খেলছে’।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড