• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে স্বর্ণ জিতল বাংলাদেশি মাহফুজুর

  ক্রীড়া ডেস্ক

০৪ নভেম্বর ২০১৯, ২২:২৫
অ্যাথলেট মাহফুজুর রহমান
অ্যাথলেট মাহফুজুর রহমান (ছবি: সংগৃহীত)

ভারতের অন্ধ্রপ্রদেশে জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট মাহফুজুর রহমান। সোমবার (৪ নভেম্বর) প্রতিযোগিতার তৃতীয় দিনে হাইজাম্প ইভেন্টে ২.১০ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণপদক জেতেন এই অ্যাথলেট।

চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট ২.১৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।

ভারতের বিশেষ আমন্ত্রণে গুন্টর সিটি, অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত ৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৯ এ ঢাকা অ্যাথলেটিকস টিম অংশগ্রহণ করেছে। ৫ জন অ্যাথলেট ও ১ জন অফিশিয়াল নিয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অধীনে এ টিম গঠিত হয়েছে। এর আগে রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান ৪৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন।

এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ৫ বাংলাদেশি অ্যাথলেটরা হলেন- ২০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল ইসমাইল খান সানি, ৪০০ মিটারে জহির রায়হান, ৮০০ মিটারে একই সংস্থার রাকিবুল ইসলাম, হাইজাম্পে মাহফুজুর রহমান ও বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড