• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দালান জাহানের পাঁচটি কবিতা

আদর্শ আত্মার সাতটি পাখি

  দালান জাহান

১৯ জুন ২০১৯, ১৭:০৭
কবিতা
ছবি : প্রতীকী

দুঃখ ভরা জল

তুলোয় তোলে দুঃখ মাপি না গামলায় তুলি না দুঃখের কাজল যতটুকু দুঃখ পেলে কান্না থামাও ততটুকু দুঃখ হলে-ই হাওয়ায় হাওয়ায় মিশে যায় জল।

মরণবাঁশি

আরও একবার ভালোবাসতে চাই পবিত্র জলের মতো পান করতে চাই মরুতপ্ত সাহারা হৃদয়।

আরও একবার ভালোবাসতে চাই চেতনা প্রবাহের প্রবল আলিঙ্গনে মাপতে চাই প্রিয়তমার চোখের নদী।

আরও একবার ভালোবাসতে চাই লাবণ্য ছোঁয়া তাজা নিঃশ্বাসে পুড়িয়ে বেদনার পাহাড় উদাসী প্রেয়সীর এলোচুলে বাজাতে চাই মরণবাঁশি।

আদর্শ আত্মার সাতটি পাখি

সন্ধ্যা হলেই মাথার উপরে ওড়ে যায় আদর্শ-আত্মার সাতটি পাখি সুরের সঙ্গীতে আপ্লুত করে পালক-পাতা।

পঞ্চম পলকের আঠারো-আমিষে ফসলে ফেলে যায় সবুজ স্বপ্নের সোনালি-সুরজ গৃহহারা দুটি পাখি হিরণ্ময় আনন্দে আয়নায় সাজিয়ে রাখে সাতরঙা সংসার।

স্বপ্নের উদ্‌গীরণে পলকেই অন্তঃসত্ত্বা সদ্য মাথা তোলা কারুকার্য বন পাকস্থলীতে ধোঁয়া ছাড়ে বিধ্বংসী রণতরী আত্মায় আত্মায় পোড়া গন্ধ আচম্বিত বাতাসে মিশে যায় সন্ধ্যা-সন্ন্যাস।

ভাস্কর্যশিল্পী

পরিমল একজন ভাস্কর্যশিল্পী তিনি শব্দ দিয়ে নির্মাণ করেন সুখ অস্ত্র দিয়ে নির্মাণ করেন হাত মাটি দিয়ে নির্মাণ করেন বুক প্রজাপতিরা বিশ্বগ্রামে জড়ো হয় এবং ভাস্কর্যটির অপেক্ষায় থাকে।

একদিন পরিমল মারা যায় ভাস্কর্য ফেটে বের হয়ে আসে রঙ শব্দেরা কথা কয় অস্ত্রেরা ঝনঝনিয়ে ওঠে পৃথিবীর আলোচনায় যোগ হয় নদী সমুদ্র আকাশ শব্দের সুদ অক্ষর যুদ্ধের ক্লান্তি নিয়ে আবার আসে শত শত পরিমল বিশ্বগ্রামে।

ধর্মের ধোঁয়া

কেবলই একটি যুদ্ধের দাবিতে সিসার বাতাসে ঝঙ্কার তুলেছে অন্ধকার সমস্ত দুঃখভোগ জড়িত হচ্ছে পৃথিবীর চেয়ে উঁচু পাহাড় চূড়ায়।

অলৌকিক অহঙ্কারে পুড়ছে ফোঁটা ফোঁটা কান্নার কুঁড়ি ধরণীর ধমনীতে ছড়িয়ে যাচ্ছে ধর্ষিত ধর্মের দমদম ধোঁয়া।

খণ্ড বিখণ্ড বিশ্বাসে বিপন্ন মহাদেশগুলো গৌরবে হেঁটে যাচ্ছে আমাদের মৃত্যুর উপর।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড