• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : উপেক্ষা

  তানহিম আহমেদ

১৪ জুন ২০১৯, ১৪:০৪
কবিতা
ছবি : প্রতীকী

একটি রাত ঢুকে যাচ্ছে বরফের রাজ্যে। ভাঙা কফিন— মেঘ সঙ্কোচ। প্রাচীন হরিৎ মদের পেয়ালা।

টেবিলে সাজানো সাদা কাগজ— নষ্ট হারমোনিয়াম— সমগ্র শরীরে লেগে রয়েছে অজর বেদনা আক্ষরিক রঙহীন অসম প্রেম।

অথচ— এক বুক স্বচ্ছ হতাশা নিয়ে আমি অনায়াসে মেনে নিতে পারি তোমার কঠোরতম উপেক্ষা।

সমালোচক

তোমার মস্তিষ্ক জুড়ে— জ্ঞানের শ্রেষ্ঠ মুকুট অসমাপ্ত প্রেম— অরক্ষিত শরীরে সঞ্চিত অভিজ্ঞতা।

আড়ষ্ট জীবনের অবাঞ্ছিত যাযাবর— পথভ্রান্ত আমাদের সংক্ষেপিত সময় — আফিমের তীব্র গন্ধ—

আদিম ফসিল থেকে ক্ষয়ে পড়ে যায় বিমুখ স্বর্গের সুখ। আমন্ত্রণ শরীর হতে খুলে নিও অজর নতজানু নদী বুকের মাঝে অজস্র রঙিন অক্ষরের মলাট যারা ছিল…একদা তোমার স্বপ্নের অন্তর্গত।

আঙুলের ডগায় নোনাজল—ভাঙা কার্পাস

চোখের সামনে একই সব দৃশ্যের পুনরাবৃত্তি স্তব্ধ রাত্রির ঝুলন্ত কাঁটাতারে স্থির অন্তর্বাস।

আকাশের ধবল চাঁদ ফের দিয়ে যায়— আমায় প্রেমিক হওয়ার আমন্ত্রণ।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড