• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রকিব লিখনের পাঁচটি কবিতা

  রকিব লিখন

১৮ এপ্রিল ২০১৯, ১৪:১৪
কবিতা
ছবি : প্রতীকী

বিষে জর্জরিত হৃদয়ে তোমাকেই ভাবি

অথচ; বুকের মধ্যেই তুমি অথবা তোমার ওম ওম স্পর্শ তবুও অহর্নিশ তোমারই প্রতীক্ষা;

বিভোল নৃত্যে ছন্দের জোয়ারে তোমাকেই রচনা করি স্রোতস্বী নদীর প্রেমসংগীতে হেলেন থেকে ট্রয়; পদ্মাবতী থেকে চিতোর বুকের জমিন আমার সমহারে হয় লুট

কিংবা বহু পৃথিবীর কাব্যচাষী তুমি ফসলের সোনালি রং; বেধের চারণ কবি বহু ভোগী কৃষ্ণও মথিত হয় রাধার বিরহে তেমনি তুমিও; জলদি

রাত রাত গন্ধে নিঃস্ব আমি; বুক হিমায়িত কফিন কালো আর ধুলোর অসুখে মৃত মন হেঁটে হেঁটে ক্লান্ত তবুও; আমার থর থর কম্পিত হৃদয় তোমার নামেই তসবি জপে বাতাসিয়া সুরে

তুমি কারো কাব্যিক ছবি হও আঁধারের দোলাচলে আমি বিষে জর্জরিত হৃদয়ে তোমাকেই ভাবি।

বিষ যে খায় আত্মহত্যা সেই করে

তোমার জন্য হৃদয় ক্ষয়ে ক্ষয়ে রক্তস্নাত সমুদ্র হলেও তোমাকে বলবো না আমি আর কষ্ট নিতে পারছি না এই বুকে ঢেউ ভাঙ্গার খেলায় আমি এক মৃত বৃক্ষ অনট দাঁড়িয়ে থাকা ছাড়া আমার আর কোন পথ নাই।

তুমি সুদূর কোন প্রকৃতি যা নীলাকাশে নীলাচল আমার ব্যথিত বুকের আর্তনাদ তোমার নিকট হয়তো যাবে না মিশে যাবে প্রকৃতির আসরে নির্জন কোলাহলে...

বোধ আর বোধনের স্মিত বাক্যে শুধু জানলাম বিষ যে খায় আত্মহত্যা সেই করে।

তুমি আমার দেহের কুরআন, সত্যতারই আযান

আমার বুকের জমিনে তর্জনী রেখে বলো ‘ভালোবাসি’ বিশুদ্ধ ভায়োলিনে বাজুক রোদ ভেজা পড়ন্ত বিকেল অশুদ্ধ শব্দচারী হয়ে উঠুক দুর্মর কবিতার নিস্বান সুর বিষণ্ণ ক্যাকটাসে ফুটুক রবীন্দ্র সঙ্গীতের উদ্দাম মেঘ

ভোর ভোর চোখ তুলে অবাক পৃথিবী দেখুক তোমায় নীল আর আবীরের ব্যবধানে তোমার রূপের থান আধবোলা শিশুর মতো বোলবোলে বলুক পৃথিবী আমিও মাঝি হবো তোমার সুর আর ক্রন্দরের গীতে

তখনো আমি নাবিক; তুমি শুধু বিশুদ্ধ কর তর্জনী বুকে রেখে একবার বল ঘুম ভাঙ্গা পৃথিবী শুনুক আযানের সুরের মতন বিশুদ্ধ প্রতীকী উচ্চারণে তর্জনী রেখে আমার হিম ধরা বুকে ‘ভালোবাসি’

ভায়োলিন থেকে হ্যামোলিন হয়ে বিশুদ্ধ কোরাসে বাতাসের গুঞ্জরনে সমর সঙ্গীতে জাগাবো পিয়াসি সুর বিশ্বলোক মন্থিত হবে দৃঢ় উচ্চারণের তিয়াসি গানে তুমি আমার দেহের কুরআন, সত্যতারই আযান।

রাতের মতো নিঃস্ব হবে

এভাবেই যদি পোড়াই নিজেকে তবে আর বলবো না তোমাকে;

নিথর নদী হয়ে রৌদ্রে দিবো জল বিসর্জন মেঘমল্লারে হবো পূর্ণিমার সারথি তবুও বর আমি আমারই মতো কুহুক সঙ্গীতে গাইবো পিয়ারী গীত আজন্ম তিয়াসায় তুলবো আকুল নিনাদ বিরহী পঞ্চশরে।।

আমি তো আমারই মতো তুমি জলদি হয়ে থেকো সবার আমিও জানি; আমাকে ছাড়া তুমিও একদিন রাতের মতো নিঃস্ব হবে কুহুকের তরে।

আহত কোকিল

প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে করুণ ফাঁসি হোক আমার বেদনার ফাঁসি, লজ্জার ফাঁসি, করুণ কান্নার ফাঁসি আমি নির্দ্বিধায় মেনে নেব; হারিয়ে গহীনের গহীনে মৃত্যু ছাড়া ভিন্ন পথ আর নেই; ভাবনার সব পথ রুদ্ধ

ভোরের প্রত্যাশায় প্রতিজ্ঞা করি আর ডাকবো না বেদনার সুরে সুরে আহত কোকিল হয়ে তোমায় একশো এক বার পড়ি দু্রূদ; হৃদয়ে তুলি কালেমা তবুও মন দরুদ ভুলে তোমারই নাম জপে বারেবার

কী অশান্ত বেদনার ঝড় বয়ে চলা খরস্রোতা নদী ক্ষয়ে ক্ষয়ে ম্রিয়মান করছে আমার হৃদয়; জমিন আহত শব্দরা কান্না হয় আমার; আমি আহত পাখি শীত, গ্রীষ্ম, বসস্ত সব ঋতুতে তবু তোমায় ডেকে মরি।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড