• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুষ্ঠিত হলো ‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার’ প্রদান

  অধিকার ডেস্ক    ২৪ মার্চ ২০১৯, ১৫:৩৩

ছবি
ছবি : মহিমায় উদ্ভাসিত একজন ‘মা’ আয়েশা ফয়েজ

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গত (২৩ মার্চ) প্রকাশনা সংস্থা তাম্রলিপির প্রবর্তিত আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো। ২০১৮ সালে সাহিত্যে অবদানের জন্য সালেহা চৌধুরী ও তরুণ ক্যাটাগরিতে সাদিয়া ইসলাম বৃষ্টি এবং ২০১৯ সালে পেয়েছেন জাপানি লেখক নাওমি ওয়াতানাবে এবং মিথিলা আকন্দ। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন- যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। এ ছাড়া তাদের সম্মাননা প্রদান করা হয়।

প্রকাশনা সংস্থা তাম্রলিপি ২০১৭ সাল থেকে নিয়মিত আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। এই বছর পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া এই সময় উপস্থিত ছিলেন- বাচিকশিল্পী অসীম বিভাকর, আহসান হাবীব ও আয়েশা ফয়েজের বড় মেয়ে অধ্যাপিকা সুফিয়া হায়দার।

আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমার মা আয়েশা ফয়েজ সাদাসিধে ধরনের নারী ছিলেন। এ কারণে আমাদের কাছে তিনি গুরুত্বপূর্ণ। অন্যদের কাছে নাও হতে পারেন। কিন্তু এই মা না থাকলে আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না। আমাদের মায়ের ভালোবাসার শতকরা ৯৫ ভাগ পেয়েছেন হুমায়ূন আহমেদ। বাকি পাঁচ ভাগ পেয়েছি আমরা পাঁচ ভাইবোন।’

আয়েশা ফয়েজ ছিলেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীবের মা। এই পরিচয়ের বাইরেও নিজস্ব মহিমায় উদ্ভাসিত ছিলেন তিনি।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড