• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিপু সুলতানের তিনটি কবিতা

  টিপু সুলতান

০৬ মার্চ ২০১৯, ১৩:২৪
কবিতা
ছবি : প্রতীকী

কঙ্কালমালিনীর শেষকথা

হাঁটছি ছায়ার সঙ্গে কথা বলতে বলতে হাতের ডান পাশ করাত কাটা গাছের মুখোমুখি বা-পাশে সমুদ্রের দৈর্ঘ্য জল দ্রোপদি কুজবক দুরন্ত আকাশের পথ আঁকে দিগন্তের ছয়টি গল্প সূর্যের আলোয় মেঘ কাটে- এক টুকরো স্বপ্নালু-নিশাচর পরিযায়ীর মতো; পৃথিবীর এভিনিউ থেকে কঙ্কালমালিনীর শেষকথা উঠে আসে রোজ,আঙুলের আংটি হারিয়ে গেছে হাত খালি চুড়ি ভাঙা তাঁর সেদিন ব্যাগভর্তি সহৃদয় কান্না করেছিল। পেপারওয়েট চাপা সমাজ আজ যেন চিলেকোঠার দুরারোগ্য ক্যাকটাস।

ঋতুর ঘরদোর

হঠাৎ একদিন এই শহরের রোদ ধূসরে মলিন হবে।

দানব ট্রাকে চড়ে যায় বাতাস গ্রাম ও অরণ্যের দুয়ারে- আপন বলতে শেকড়ে বাঁধা জৌলুস সুন্দরবন অচেনা পরিযায়ী ফুলের গন্ধ নদী ভেসে মাঝিমাল্লার বৌঠায় বুনে যায় মাঠের দ্বিচক্রকাল, পুলক রাঙা গনগনে ঋতুর ঘরদোর আভ্যন্তরীণ সম্পর্ক।

ধূলোর ওপরে শীত কুয়াশার দমকল খ্যাপাটে ভাষায় বার্তা ওড়ায় পিচঢালা নগরী- গ্রীষ্মঋতুর মত মর্মান্তিক মৃতে; মানুষগুলো ধূসরে নভোনীল।

তারপর! আমাদের বাবা,পানের খিলি খুলে তাকায় আদিম বাপ দাদার উঠানে- নীরবতায় জন্মান্ধে কয়েকবার আপন রক্ত জাপটে ধরে বলেন- কত প্রাণ হেঁটে গেছে চারদিক জীবিত ধমনি-শিরায়,মসৃণ সড়কপথ-উত্তর আত্মীয়তায় কোলবালিশের শাদা শিমুল তোলায় যেমন ভুবনচিলের মত উড়ে যায় দিগ-প্রান্তর!

রাতচোরা জ্যোৎস্নার শাদা মোম

চোখ ভরা দ্বিতল চিলেকোঠায় উস্কানো শহর। কাঁচা পাতার হাততালি ওড়ে কুহক পাখির ডানায় গত বসন্তের ফাল্গুনী বৃষ্টি অগোজ মাদকরসে ভেজায় নাগরিক শহর-পল্লী;

অসংখ্য প্রমুখ নামধর আমাদের আত্মীয় বিরাট উর্বরে শেকড় লটকানো ঘাস, পায়চারি পাতা দোলানো গাছ দ্বিবীজ সোনালিধানের লাইব্রেরী, বখতিয়ার ঘোড়া ফেরা ক্ষুরের স্রোত উভচর শেয়ালকাঁটার দেহ মাড়িয়ে রাতচোরা জ্যোৎস্নার শাদা মোম জ্বলে দিগন্তগামী।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড