• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : বোবা কান্না

  আলিমন নেছা মনি

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮
ছবি
ছবি : শব্দনীল

ইট-দেয়ালের মোহে দাউ দাউ অগ্নি জ্বলে, গীতিময়ী চিরন্তন মৃত্যু ওঁৎ পেতে থাকে। নিষ্ঠুর সংঘাত অসংখ্য প্রাণকে নেয় কেড়ে , সঞ্চিত রাসায়নিক পদার্থের ঘাতক বিস্ফোরণে, লক্ষ কোটি মানুষের কান্না বোবা হয়ে গেছে।

শীতার্ত ঝংকার কুয়াশার কণ্ঠস্বর ভেদ করে, গোধূলি স্বপ্নের সব মুষড়ানো শব্দ আর ক্ষুধা, নিদারুণ উত্তাপী আলোর রেখাতে রক্ত ঝড়ে। বিষাদ কালো রাত্রির ছায়া বসে বসে ছক কষে, বেদনার অর্থে নির্মাণে নিশ্চল প্রগাঢ় গ্লানিগুলো, দিনের অস্তগামী সন্ধ্যা সূর্যের করুণ বিভীষিকায়, নিরহ প্রাণীর পুড়ে যাওয়ার দৃশ্যতে স্মৃতি রাখে।

ঘনপুঞ্জ নক্ষত্রের ফ্যাঁকাসে আলোর মুখোমুখিতে, বাঁচাও বাঁচাও অসহায় মানব আর্তনাদী চিৎকার, রক্ত মাংসের গলিত দেহে অনুজ্জ্বল হয়ে ফুটেছে। আকাশের আঙ্গিকে আঙ্গিকে আছড়ে পড়া চাঁদে, গভীর নিদ্রার কোলে শায়িত নিথর পড়ে আছে, মানবে জাগ্রত সূক্ষ্ম গ্রানাইটের বিবিধ আত্নারা, যেখানে সমস্ত বিশ্বের পুস্তক পাণ্ডুলিপির ব্যর্থতা, থমকে দাঁড়িয়েছে কুল কুল বয়ে চলা রক্তস্রোতে, সেতার বেহালা সুর থামিয়েছে মহাশূন্যর মহলে, আর কত ঝলসানো শরীর খাবে এ বাংলার মাটি! যে দংশনে বার বার অশ্রুশূন্য চোখে লালবর্ণ ছুটে। কোলাহল মুখর পরিবেশে বিভ্রমের লেলিহান শিখা, ভালোবাসার পবিত্র ঘ্রাণকে শুঁকে নির্বিকারে আসে, একপাল বেখেয়ালি ধ্বনিমণ্ডিত ক্ষুদ্র ক্ষুদ্র উল্কারা, কারবালার অসুখী মর্মান্তিক বিকলাঙ্গ নিশান দেখে, যে শূন্যটায় খাঁ খাঁ করছে বিস্তীর্ণ চকবাজার ময়দান। একটা সময় এখানে অপার সৃষ্টির মনহরিনী সৌন্দর্যে, পাগলপ্রেমিকের ইমারত দিগ্বিদিক হতে আসত ছুটে। আজ তার ভিতরের গাত্রে জন্ম নাওয়া স্পার্ক স্ফুলিঙ্গে, দহনের তীব্রতায় অগণিত নিষ্পাপ মুখশ্রীর মুখাগ্নি ঘটে।

গিরিমালঞ্চের সমারোহে সম্প্রসারিত হৃদয়ের ব্যথাতে, বিরামহীন টিক চিহ্ন পত্রিকার পাতায় গাঁথুনির কথামালা, ঘূর্ণি জীবনের ভাবসম্প্রসারনে রুদ্ধকণ্ঠ স্বরে চাঁপা পড়ে। জীবিত মৃত্যু দ্বারস্থের পূর্বেই মৃত্যুগ্রন্থ ছন্দের অনুস্বার, পূর্ণতার ইচ্ছায় কারো বিনাশ হয় না উজ্জ্বল জাতিস্মরে, তাদের দুর্নিবার ছায়াকে স্মরণ করে যুগ যুগ মানুষ কাঁদে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড