• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিশ্চুপ নদির তিনটি ছড়া

  নিশ্চুপ নদি

২৭ জানুয়ারি ২০১৯, ১১:১২
কবিতা
ছবি : প্রতীকী

দিন বদলের আশা

আজ মেয়েরা নেইকো থেমে। ছুটছে এদেশ সেদেশ প্রান্তরে। নিজের প্রাণটা হাতের মুঠায় ভরে। বিশ্বজয় করবে এই প্রত্যায় নিয়ে। ছাড়ছে ঘর দিচ্ছে প্রাণ। তবুও মারছে না স্বপ্নটাকে। আকাশ টাকে ও আজ দিচ্ছে পারি যাচ্ছে এগিয়ে দিন বদলের আশা নিয়ে।

দেশের সেবা

তোমাদের থেকে চায়না বেশি কিছু আর। চায় ওগো দোয়া আর ভালবাসা সবার। আমরা যেন, পারি কিছু দিতে, দেশ মাতার তরে। সুযোগ পেলে করব প্রমান যাবো এগিয়ে। ভালবাসা, প্রত্যায়, দৃঢ়তা আর বিশ্বাস নিয়ে। যদি কভু, হয়! নিজ প্রাণ দিতে থাকিব না দ্বিধা দ্বন্দ্বে করবো না ভয়। হবোনা বাকরুদ্ধ, যদি নিজ হস্তে প্রাণ ও দিতে হয়। দেশের সেবা করব আমি! এই সংকল্প আমার। এই দেশ, দেশের মাটি, আমাদের সবার।

বাবার মতন

বাবার মত বড় হবো আমি, যেদিন। থাকব না আর ছোট। নিজের মতন চলতে পারব থাকবে গাড়ি, বাড়ি। আর থাকবে ব্যবসা অথবা চাকরি।

মা, বাবা আজ দাদা, দাদির সাথে করছে খারাপ ব্যাবহার। রাখবে বৃদ্ধাশ্রমে, থাকবেনা সাথে আর। আমিও তো বাবার ছেলে বাবার মতন হবো। দাদা, দাদির মতন মা, বাবা কে বৃদ্ধাশ্রমেই রাখব।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড