• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : আমার দিনলিপি

সালমান হাবীব

  অধিকার ডেস্ক    ১১ জানুয়ারি ২০১৯, ০৮:২৪

দিনলিপি
ছবি : প্রতীকী

ভোরের শিশির দুপুরের রোদ্দুর, বিষন্ন বিকেল আর গোধূলির বিষাদ ছাপিয়ে আমার শহরে আঁধার নামে, তুমি যাকে 'রাত্রি' বলে ডাকো।

দিনের আলো ফুরাবার সাথে সাথে প্রয়োজন ফুরিয়ে যায়- নিজের ভালো থাকা জানান দিতে গিয়ে ঠোঁটের কোণে সেঁটে রাখা কৃত্রিম হাসিটিরও!

তখন দৃষ্টির অগোচরে লুকানো বিষাদের অস্পষ্ট রেখা যেন নীলাভ হয়ে রাতের আঁধারে জানান দেয়; 'কেউ কারো নয়'।

রাতের আঁধারে কেউ আর বলে ওঠে না; 'তোমার চোখ এত লাল কেন'? কারণ আঁধার দুঃখের সহপাঠী তারা একে অপরকে লুকোতে অভ্যস্ত।

আজকাল তোমাকে খুব সচেতনভাবেই ভুলে থাকি। অশ্রু ফোঁটাগুলো তারা হয়ে ফোটে চলে নক্ষত্রের অজানা পথে, আমি এখন দৃষ্টি নামিয়ে পথ চলি, দৃষ্টি আমার আকাশ ছোঁয় না। আকাশের কোন রং আজ আর হৃদস্পর্শী হয় না।

যা কিছু নীল ছিল সব-ই সবুজে বদল করেছি। নিজেকে বদলাতে গিয়ে বার বার পুরনোতেই ফিরে এসেছি, ভুলে থাকার প্রয়াসে তোমাকে ভুলেই থাকি, দূরত্বে রাখি।

কিন্তু যখন রাত বাড়তে থাকে, চারপাশে নৈঃশব্দ বিরাজ করে, ঘড়ির কাটার টিক টিক শব্দ ছাড়া আর কোন শব্দ থাকে না, নিরবতায় দূরত্বের বাঁধ ভেঙ্গে যায়, তখন আর পেরে উঠা হয় না। জানালার নীল কাঁচ ভেদ করে আমার দৃষ্টি চলে যায় রাতের আকাশে সব ভুলে ডেকে উঠি অস্ফুট স্বরে; প্রিয় নামে! তুমি কি কখনো শুনতে পেয়েছো?

আচ্ছা, তোমার কি রাতে ঘুম হয়? নাকি আমার মত তুমিও রাত জেগে তারা গোনো!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড