• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিলশাদ দিনাকে উৎসর্গকৃত কবিতা

কবিতা : শুভেচ্ছা

  শারমিন আক্তার সেজ্যোতি

০৭ জানুয়ারি ২০১৯, ১১:০৪
কবিতা
ছবি : দিলশাদ দিনা

প্রভাতের শুভ্র মায়ায় মিশে, ভোরের শিশির মেখে পায়ে, আমি হেঁটেছি বহুদূর- কুড়িয়েছি লাল -নীল ফুল তার জন্যে!

বহুদূর সে পথ,আমি হেঁটেছি অজান্তে দ্বিপ্রহর এসেছে নেমে, মিষ্টি রোদের দুষ্টু আভাস, নিলাম মুঠো ভরে শুধুই তার জন্যে

বসন্তের ভেলায় ভেসে কুড়িয়েছি ফুলের গন্ধ তার জন্যে

আধার আসছে ধেয়ে, ধরণীর শিরশির হাওয়া - আমায় বড্ড তাড়া করছে

হাওয়ার সাথে মিশে, আমি বললাম কানে কানে-

জানো তো, আছে এক সূর্যি কন্যা প্রতীক্ষায়, এখুনি যেতে হবে!

দেখি সাঁঝের তারার আকাশ মাঝে, হাত দিয়ে সে ডাকছে -

সাঁঝের খেলায় মেতে, প্রদীপের অঞ্জলি নিলাম মুঠো ভরে, তার জন্যে

ক্ষণিকপরে সন্ধ্যা শেষে, আধার আসে নেমে- জোনাকির ডাক, আঁধারের বাক আমি শুনেছি তার জন্যে

সাথে এক পলক করেছি বন্দী তার জন্যে।

হেটে হেটে বহুদূর রাত্রির বুকে এখন মধ্যম সুর,

চারদিকে বিশুদ্ধ অন্ধকার, কালোর সাথে মিশে- আসছে যেন ধেয়ে!

একটু শুধু দূরে, সে প্রদীপ হাতে দাঁড়িয়ে, যে আমাকে ভেবেভেবে, সহস্র ক্লান্তি যেন ভর করেছে তার হরিণী চোখে।

বললাম তাকে হেসেহেসে দেখো! কি এনেছি কুড়িয়ে, শুধু তোমার জন্যে, স্নিগ্ধিতার শুভেচ্ছা তোমার রইলো।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড