• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিমুল সালাহ্উদ্দিনের তিনটি কবিতা

  শিমুল সালাহ্উদ্দিন

০৫ জানুয়ারি ২০১৯, ০৯:০৮
কবিতা
ছবি : প্রতীকী

জাগরণ

আমায় স্বপ্নে দেখা নারী তুমি অনেক সুখী হও আলোর ভেতর খরস্রোতা অন্ধ এক নদীর মতো বও।

সংশয়

বাসার চাবির গোছার সাথে ডাকবাক্সের একটি চাবি আছে হাতের আঙুলসমূহের প্রান্তে কনিষ্ঠার মতো মনেই পড়ে না যার কথা

প্রতিদিন ভাবি, খুলে দেখি কেউ চিঠি লেখে কী না আমাকে, তাড়াহুড়োয়, প্রতিদিন, ভুলে যাই

গভীর রাতে ঘরে পৌঁছে মনে পড়ে কর্নেলের বেদনা (যাকে কেউ কখনো চিঠি লেখে না)

অনেক আয়োজন করে আজ, অফিস কামাই করে, ‘এইই তালাচাবিইই’ ধরে এনে বাক্সটি খুলে দেখি।

চিঠি

প্রেরকের ঠিকানার ঘরে, প্রাপকের নাম।

পাগলজনম জন্ম থেকেই পাগল ছিলাম পাগল আছি, থাকবো ক্যানভাসের এক আঁকা ছবি শিল্পীটাকে আঁকবো।

জন্ম থেকেই পাগল ছিলাম পাগল আছি, থাকবো তোমার ভেতর ডুবে থেকেও তোমার কথা ভাববো।

জন্ম থেকেই পাগল ছিলাম পাগল আছি, থাকবো আমার ভেতর ডুবে থেকেই আমার ছবি আঁকবো।

তোমার ছবি আমার ছবি বলতো কোথায় রাখবো? জন্ম থেকেই পাগল ছিলাম পাগল আছি থাকবো।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড