• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাজী সাইফুলের ‘এভাবেই খুঁজি নিজের দুঃখ’

  কাজী সাইফুল

৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭
কবিতা
ছবি : প্রতীকী

তুমি কি আমার চলে যাওয়ার অপেক্ষায়? ভাবছো গেলেই হয়তো তুমি অবাধ হবে। তা না হলে কী তুমি যুদ্ধ করও? অবাধের জন্য যুদ্ধ তোমার সে নিমিত্তই তোমাকে রক্তপাতহীন মুক্ত আকাশে ছেড়ে দিতে চাই যেই আকাশে শুধুই তোমার আধিপত্য।

নেই কেউ আর বাধা দেবার হয়ে যাও তোমার রাষ্ট্রের মহারাজা বলবে না কেউ কিছু আর একক আধিপত্যে সাম্রাজ্য চালও ভাগ নিতে যাবে না কেউ।

হবে না তোমার সুখের অংশীদার আবদার নেই কিছুই আমার তুমি সুখী হলে আনন্দ পাই তোমার সুখে এভাবেই খুঁজি নিজের দুঃখ আমার দুঃখে তোমার আনন্দ, আমার সুখে তোমার কষ্ট এমনটাই যদি হয় ধরাতে তুমিই সুখে থাকো আমি না হয় পোহায় একাই দুঃখ। চাওয়া নেই এ ভুবনে এর চেয়ে বেশি আমায় ছেড়ে থাকলে ভালো- নিজেকে একা লুকিয়ে রাখতে চাই ভালো থাকো এটাই কামনা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড