• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : হায় স্বাধীনতা

  সোহাগ রেজভী

২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮
কবিতা
ছবি : প্রতীকী

পরাধীনতার শৃঙ্খল ছেঁড়ার ছেচল্লিশ বছর পরেও পেলামনা স্বাধীনতা,লাভের মন্ত্র জপে সন্ত্রাসী ঘুষখোর চাঁদাবাজ স্বীকৃতিহীন জারজ সংসদে চাপাবাজ!

দুলক্ষ মা-বোনের ইজ্জত ত্রিশলক্ষ বাবা ভাইয়ের লাশ কাঁদে নিয়ে বিলাপ করি হায় স্বাধীনতা হায় গণতন্ত্র হায় সার্বভৌমত্ব!

পাক নামী নাপাকির অত্যাচার ছাড়িয়ে গেছে বঙ্গের বর্গীদের ধর্ষণ খুন লুট গুম নির্যাতন নিপীড়ন স্বৈরাচারী উৎপীড়ন!

দেখে-দেখে চোখে পড়েছে ঘৃণার ছানি!মানহীন মানব গণতন্ত্রের ছায়া বেচেবেচে বাড়িবাড়ি কাড়িকাড়ি কিচ্ছা শোনায়; এদিকে পিতলের পায়রা খয়রাতি সেজেসেজে দিনাতিপাত করে সোনা হারিয়ে কুটকুট করে কুটনি ইঁদুর কেটে নিয়ে গেছে গচ্ছিত ধন!

ওরা ধন নেয় তারা ধন দেখায় আমরা হায়হায় করি হায় স্বাধীনতা হায় গণতন্ত্র হায় সার্বভৌমত্ব!

আড়াই ঘোড়ার চালে মাল হারায় না এখানে মাল খায় বেয়ে নিয়ে যায় রাক্ষুসে নাও,লাঙ্গলের ফলায় জং ধরেছে পদপিষ্ট পেটো মাটিতে জন্মায় না এখন আর ধান ফসল!

চিল ঘুঘু কাক থাক থাক থাক ঈগল বাবুই চড়ুই হইচই করে সাবাড় করেছে কবুতরের দানাদার খাবার!

পিঁপড়ের নাকে লাগে বারুদের ঘ্রাণ, প্রাণ বাঁচায় মান বাঁচায় চেঁচায় আর চেঁচায় হায় স্বাধীনতা হায় গণতন্ত্র হায় সার্বভৌমত্ব।

পোয়াতি ধার্মিক ধর্ম বেচে যেন গর্ভের ধন টনেটন মণেমণে ক্ষণেক্ষণে মনেমনে জপে গণিমত হকমত হেকমত পাবে পড়ে থাকে শরিয়তের লাশ।

হাতে বাঁশ নিয়ে দৌড়ায় তরিকত হাকিকত সৈকত লেজকাটা বেহায়া মাঝির ঘাটে, পাটে তুলে কাজকাম ঝিনুক শামুক মুক্তা শুধুই শুনে যায় হলুদ পাখিদের হলদে গান।

পাছার কাছা তুলে চাপড়ায় আর হরদম জপে যায় হায় স্বাধীনতা হায় গণতন্ত্র হায় সার্বভৌমত্ব।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড