• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শুধু একটি বিশ্বাস

  স্বদেশ রায়

২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:০০
কবিতা
ছবি : প্রতীকী

তুমি অনেক বেশি বিশ্বাসী- না? বিশ্বাস করো ঈশ্বরকে, বিশ্বাস করো দেবতাকে, বিশ্বাস করো আমাকে, তোমার চারপাশকে। এ বিশ্বাস তুমি কোথা থেকে পেলে? আমি তো শুধু বিশ্বাস করতে চেয়েছিলাম নদীকে, ভেবেছিলাম সেই আমাকে ভাসিয়ে নিয়ে যাবে সাগরে। অথচ দেখ কী অদ্ভুত, সেই কবে থেকে এই চড়ায় বসে আছি অথচ নদী ভাসায় না আমাকে। এই আমার সামনে দিয়ে কত কেয়া ফুলের পাপড়ি গেলো ভেসে, সাগর থেকে কত ফল এসে জম্ম দিলো কত নতুন গাছের, তাদেরও ফুটলো ফুল। অথচ এখনও আমি ঠিক বসে আছি চড়ায়।

তোমার অত বিশ্বাস নিয়েও কোন কষ্ট নেই, নেই কোন হিসেব নিকেষ, অথচ আমি শুধু একের পর এক ঢেউ গুনি, গুনি কত জোয়ার ভাটা, ভাবি এই জোয়ারে নদী আমাকে ঠিক ভাসিয়ে নেবে। অথচ জোয়ার তোমার যৌবনের মত বুক উঁচু করে, তোমারই উন্নত স্তনের মত নিজেকে কাপিয়ে, আমার শরীর কাপিয়ে চলে যায়। ভাসায় না আমাকে। তবু আমি বসে আছি নদীকে বিশ্বাস করে, আমাকে ভাসাবে বলে। নিয়ে যাবে সাগরের বিছানায়, যেখানে কূলহীন আমি ভেসে ভেসে ভেসে, একদিন ঠিকই মিশে যাব জলকনায় অনেক অনেক অনেক জলকনা হয়ে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড