• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : চাতুরী

  জাহিদ সালেক তুষার

১৫ ডিসেম্বর ২০১৮, ১১:২০
কবিতা
ছবি : প্রতীকী

প্রথম দেখায় কেড়ে নেয় যে হৃদয় এর স্বপ্নটুকু, যাকে ছাড়া আর ভালো লাগেনা কিছু সে কি জানে সে কতো আপন!

স্বপ্ন কিংবা কল্পনায় যাকে ভেবে চলি, সে শুধু কন্যাই না, স্নিগ্ধিতা আর অভিমানী।

সে তুমি কুয়াশা ডাকা সবুজের প্রান্তর, মেঘে ডাকা পূর্ণিমার চাঁদ,

মেঘের মাঝেও নীল আকাশে ফোটে যার প্রতিচ্ছবি, সমুদ্রের নোনা জলে হেঁটে, আমি দেখি

সে শুধু কন্যা ই না, স্নিগ্ধিতা আর অভিমানী।

তোমার হাসির ঝলক বুঝি হয় আকাশের চাঁদর, কথায় ভেঙে পরে যেনো ঐ মিষ্টি রোদ্দুর।

যে পথে যাও ফোটে ফুলের কলি, যে পথে যাও না তা ধূধূ মরুভূমি।

সে তুমি! শুধু কন্যাই না, স্নিগ্ধিতা আর অভিমানী।

যারে মন সব ফেলে উড়ে যা তারে গিয়ে আয় বলে, সেতো জানেনা কতটা ভালবাসি তারে।

সেই তুমি যদি আমায় ফিরে না চাও, দেখেও না দেখে যাও, কথা না বলেও হেসে যাও, আমি তোমাকেই ভালবাসি ও চাতুরী।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড