• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুবাদ কবিতা

সিমা কালবাসির ‘পাঁচ ফুট সাত’

  মাজুল হাসান

০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১৪
কবিতা
ছবি : প্রতীকী

যদি তুমি থেকে যাও তুমি, আর আমিও আমি-সত্যিই কিছু যায় আসে না তাতে। আমি তো নই কোনো ভিনদেশি ফুল। যে কোট-ই পরবে তুমি উষ্ণতার অন্বেষায় তাই জড়িয়ে নেব শরীরে। আর জুতো… হোক সে যতই ছোট, আমাদের উচ্চতার ফারাক কমাতে তাই পরবো পদযুগলে। আমার জন্য বদলাতে হবে না, এরই মধ্যে তোমাতে বদলে গেছি আমি। যাপিত জীবনে কখনোই ধর্ম ছিল না আমার। জন্মক্ষণে তোমার ভালোবাসা ছাড়া সমস্ত ধর্ম থেকে আমি ছিলাম স্পষ্টতই নগ্ন ।

জানি ওগুলো কোনো কাজের কথা নয়। জানি কোনো বদলপ্রক্রিয়া নেই। কোট নেই, উচ্চতার ভারসাম্য নেই, জুতো নেই। তবু এক চিলতে নগ্ন সত্যের মতো তোমাকেই খুঁজি প্রথমে; তুমি নও, খুঁজি নিজেকেই। তুমি; কদাচিৎ জানবে না—আমি কে, কখন আমি বসে থাকি সফেদ চাদরে।

তুমি, নেই আমার পাশে।

আর যে সব কথা লেখা হয়েছে, যে সব কথা বলা হয়েছে, হয়েছে বোঝা; এরই মধ্যে চিরতরে চলে গেছে তারা।

কিন্তু, আমি ওদের ফিরিয়ে আনতে চাই-হাতের শূন্য-তালুতে। সেই হাত রাখতে চাই বুকে, বুক রাখতে চাই বিশ্রামে, বিশ্রাম-অনন্তের। আর হৃদস্পন্দনকে ফেরাতে চাই আত্মায়। ফিরে এসো আত্মা ‘তুমি’ হয়ে যাবার আগে ঠিক যেমনটি ছিলে।

হায়! আমি মাত্র পাঁচ ফুট সাত।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড