• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : মানুষ

  এম এ রফিক জয়

২৪ নভেম্বর ২০১৮, ০০:৩৫
কবিতা
ছবি : প্রতীকী

কারো কাছে মিষ্টি প্রিয় কারো কাছে নয়, কারো কথা লাগে মধুর কারো বচন ভয়৷

ভালোলাগে কারো হতে কোলাহলে গুম, কারো কারো ভালো লাগে একাকীত্বের ধুম৷

কেউবা নিত্য মগ্ন থাকে পড়ে হরেক বই, বিমুখ বলে পড়বো কখন সময় পাবো কই৷

নিন্দুকে পছন্দ করে নিত্য কানপড়া, গুণী বলে কান দেব না আমার বড় তাড়া৷

কর্মী বলে কর্ম ছাড়া কেমন কেমন লাগে, অলস বলে ইনাম নেবো কাজ না করে তবে !

সৈনিকের মন অভিলাষে যুদ্ধ জয়ে যাবে, ভীরু বলে মরবো না ভাই দেশের কি আর হবে!

মন পড়ে রয় খাদ্যে কারো কারো আবার বাদ্যে, কেউবা চড়ে প্লেন জাহাজে কারো হয় না সাধ্যে৷

কেউবা মজে সৃষ্টির প্রেমে হৃদয়ে ধরে মানুষে, কেউবা ডুবে ইশ্বরপ্রেমে কেউ কেউ ফানা ফানুসে৷

কতক মত্ত শূরা মদে কতক মাতাল ক্ষমতায়, ভাবুক মগ্ন ভাবের ঘোরে ঘুমন্তকে কে জাগায় !

কতক পেয়ে অস্থির হই কত কি ছিলো বাজারে, খাস্তা খেয়ে গন্ধম যুঝি ভুলে যাই আমি যে কোরফা রে!

কেউবা ঘুমায় অন্ধকারে কতক খুঁজছে আলো, নিজের চরকায় তৈল দেয় কেউ কেউ সকলে বাসে ভালো৷

ভিন্ন মনের ভিন্ন আবেগ, সৃষ্টির নিগূঢ় তত্ত্ব, মানব মনে শান্তি মিলাও হও মানুষের ভক্ত।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড