• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : মুক্তির গান

  মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস

১৭ নভেম্বর ২০১৮, ০২:৪০
কবিতা
ছবি : প্রতীকী

মন আজ অভীক ভাবুকের মত গভীর মনে ভাবছে কত..

দেশের কথা, সমাজের কথা, বিশ্বের কথা নিভবে কখন আগুনের চিতা?

রাজনীতির দাবানল বন্ধ হবে কবে? আম জনতা কবে মুক্ত হবে?

কথা-কাজ কবে থাকবে ঠিক? জননগণের স্বার্থই কবে হবে পিক(Peak)

ছাত্ররা আর অস্ত্র হাতে ঘুরবে না হরতালে শ্রমিক ভাইটি আর পুড়বে না।

বোনটি আর হবেনা নির্যাতনের শিকার থাকবে সমাজে তার ন্যায্য অধিকার।

শুনব না আর ক্ষুধার্ত শিশুর ক্রন্দন দেখব শুধু চারদিকে জানাচ্ছে তাকে অভিনন্দন।

বুঝবে না কখনো সে ক্ষুধার জ্বালা লাগাবেনা ভবিষ্যতের কর্ণধারের জীবনে কেউ তালা।

চাইবে না সে দ্বারে দ্বারে ভিক্ষা পাইবে সে সবার মত স্কুল কলেজের শিক্ষা।

থাকবেনা সুদ ঘুষ দেওয়া নেওয়ার কারবার সুদ ঘুষের যাতনায় ধ্বংস হবে না লাখ লাখ পরিবার।

চাকুরী দিবে ছাত্রটিকে তার যোগ্যতা আর মেধা লাখ লাখ টাকার ঘুষ, মামা- খালু কেন তবে এ প্রথা?

মাতাল হয়ে পড়ে থাকবে না কেউ রাস্তার ধারে নেশার বিষ অশান্তি সৃষ্টি করবেনা রাষ্ট্র, সমাজ, পরিবারে।

ড্রাগের সকল অপব্যবহার হবে বন্ধ প্রশাসনে আইন পাস হবে না কবিতার ছন্দ।

থাকবে না শুধু বইয়ের পাতায় পড়ে সবাই মিলে দেখাবে বাস্তবে করে।

সুশিক্ষা পেতে চালু হবে প্রকৃত ধর্মের বিধান ধনী গরীব মোরা সকলেই পাব তবে সুশাসন।

পরিবর্তন হয় না যা ক্ষণে ক্ষণে শান্তি আসবে সর্বস্তরের মানুষের জীবনে।

প্রকৃতির শোভা করবেনা কেউ কখন নষ্ট কোনো প্রাণীকে দিবে না কেউ কোনো প্রকার কষ্ট।

এ পৃথিবীর সবে তার অধিকার পাবে।

হবে না অযথা অকারণে কারও শিকার সকলে একই স্রষ্টার সৃষ্টি এ বসুধার।

শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখব না শুধু আমার দেশে শান্তি আসবে বহির্বিশ্বের সাথে মিশে।

কোনো স্বার্থের বিনিময়ে নয় একমাত্র লক্ষ্য হবে শান্তি প্রতিষ্ঠা বিশ্বময়।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড