• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জীবনের গতি

  রহমান মৃধা

৩১ জুলাই ২০২৩, ১৭:১২
জীবনের গতি
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

ভাবনার জগতে আমি খুব ব্যস্ত,

সুখ-দুঃখ সবকিছু মিলে,

আছি এই ভবে আমি আলো আর আঁধার,

মনে প্রাণে ধ্যানে তাই করেছি নিজেকে ন্যস্ত।

মনে সুখ থাকিলে আলো জ্বলে আঁধারে,

আঁধার এলেও নেভে না সে বাতি,

রাখতে চলমান জীবনের গতি।

চিন্তা-শক্তি-কামনা আর বাসনা,

এসব ছাড়া ভালোবাসা আসে না।

কে সেই আমার স্বপ্নচারিণী?

আমি তারে এখনো বুঝিতে পারিনি!

দিন চলে যায় তারে খুঁজিতে খুঁজিতে,

কী করে পারিবো তারে ভালোবাসিতে?

সন্ধ্যা হলে নামে যেমন ধরায় অন্ধকার,

দুঃখের মাঝে আছে যারা,

দুর্ঘটনা ঘটে ঠিক তাদের বেলা।

হতাশ হয়ে তারা আশা করে অবর বেলা

ভাগ্যের মোড় যদি জীবনে ঘোরে একবার।

রাতের শেষে সূর্যের আলো,

দেখলে যেমন লাগে ভালো।

আশার আলোর দূরত্ব যতই হোক না বেশি,

মনের গতি রাখতে ধরে কেন এত রেষারেষি?

সুখে যারা আছে ভবে গর্ব তারা করে,

বিপদ তাদের অতি কাছে,

বুঝবে তারা পড়বে যখন ধরা অন্ধকারে।

দুঃখ এবং কষ্টের হৃদে বাঁধবে যারা এসে বাসা,

জীবনের সব কান্না হাসি,

আসবে এক এক করে,

তাই বলে কি কাজ না করে,

থাকব মোরা বসে?

থেকো না আর চুপটি করে,

ঘরের কোণে বসে।

কারণ খুঁজে লাভ হবে কি?

বরং কষ্ট করো কষে।

কী লাভ হবে কষ্ট করে জানতে যদি চাও,

সমস্যা পেরিয়ে সমাধানে যাও।

চিন্তার গতি যদি পারে যেতে দূরে,

বাস্তবে কেন সেটা এত ধীর হবে?

কর্মের গতি হোক হৃদয়ের স্মৃতি,

ভালোবাসি আমি মোর জীবনের গতি।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড