• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠোঁটে আদর!

  রহমান মৃধা

১৩ জুলাই ২০২৩, ১৩:৫১
ঠোঁটে আদর!
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা ও তার সহধর্মিণী মারিয়া (ছবি : সংগৃহীত)

দেখার সব আছে,

না দেখার কিছু নাই।

যা কিছু দেখি না,

তা নিয়ে ভাবি না।

ভাবি শুধু স্বপ্নে,

যা দেখা হয়নি।

সব দেখা শেষ করে

যেতে কেও পারেনি।

তারপরও না দেখার

সাধ কেন!

এত কাছে ছিলে তুমি,

তবু আমি পারিনি,

একটু আদর করে

দিতে ওই ঠোঁটেতে।

যার ফলে পারিনি,

জীবনের সাধ মেটাতে।

বৃষ্টিতে ভেজা মুখে

তোমার সেই লাল ঠোঁটে,

দিয়েছিলাম একটু আদর করে।

সেদিনের সেই সন্ধ্যায়,

ভেবেছিলাম তুমি মোরে,

ভুলে যাবে সেই ক্ষণে।

ঠোঁটে ঠোঁট লেগেছিল

অনুভূতি এসেছিল,

হৃদয়ে আমার।

তুমি কিছু বলনি,

আমাকে সেদিন।

এত যুগ চলে গেল

দেখা আর হলো না।

ঠোঁটের আদরের কথা,

মনে আজ পড়েছে।

তোমাকে দেখার সাধ,

তাই আজ জেগেছে।

ঠোঁটে ঠোঁট লেগেছে

জীবনে বহু বার।

তোমার ঠোঁটে ঠোঁট,

লেগেছিল একবার।

সেই যে লেগেছে

মনে তা গেঁথেছে।

ভুলিতে পারিনি আমি,

সেদিনের সেই ঘটনা।

ভালো আজো বাসি আমি,

তুমি তা জানো না।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড