• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁঠাল!

  রহমান মৃধা

২৭ জুন ২০২৩, ১২:০৪
কাঁঠাল!
কাঁঠাল ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

আম জাম লিচু ফেলে,

কাঁঠাল তুমি সামনে এলে।

তুমি নিজে একটা ফল,

তোমার মধ্যে হাজার বিচি।

বিচি ঢাকা রস দিয়ে,

রসের স্বাদ অমৃত।

খেতে ফল খারাপ না,

যদি হয় পাকা।

ফাঁকি দিলে হবে না,

কেউ তা খাবে না,

যতই হোক না সে,

জাতীয় ফল।

জাতির দুর্নীতির মাত্রা কত বেশি,

জানতে হলে,

একটি জাতীয় ফল,

কাঁঠাল কিনতে হবে,

বাস হয়ে গেলো জানা।

আমি চল্লিশ বছর দেশের বাইরে,

চেষ্টা করে চলছি,

কবে একটি ভালো কাঁঠাল,

কিনতে পারব।

কাঁঠালের দাম বেড়েছে দশগুণ,

কিন্তু তার চরিত্র,

খারাপ হয়েছে ৯৯ গুন।

নাম ছাড়া বাকি সব ফাঁকি,

বাংলার মানুষ চিনতে,

আমার নেই কিছু বাকি।

বাঙালির চরিত্র,

জানতে যদি চাও,

একটি কাঁঠাল কিনে লও।

কাঁঠাল তো পাবে না,

পাবে দুর্নীতি আর ভেজাল।

পাকাইছে সে কাঁঠাল,

কেমিক্যাল দিয়ে।

ভেতরে আছে কিছু বিচি,

যার নেই কোনো স্বাদ।

স্বাদ হবে কি করে?

হয়নি সে পরিপক্ব,

পাকেনি সে কাঁঠাল গাছে।

দুষ্টু লোকের কাছে,

যে বিশ আছে,

ঢুকিয়েছে সব তার,

কচি কাঁঠালের মাঝে।

ঘৃণা করি কাঁঠালকে,

কেন সে জাতীয় ফল,

দোষ কি আসলে তার?

ভাবছি আমি;

তৈরি করবো এমন কিছু,

নাম হবে তার ফল এক্সরে মেশিন,

যাতে দেখা যায় কি আছে ভেতরে।

যদি সব ঠিক থাকে,

তবেই কিনব সে ফল।

ব্যবসার সাথে জড়িত হয়ে

দুর্নীতি করছে যারা,

তারা তখন পড়বে ধরা।

সব দোষ সরকারের;

পণ্য, দ্রব্য রপ্তানিতে,

দুর্নীতিই এখন নীতি!

সব কিছু ফেলে তাই,

বিদেশে থাকি।

লজ্জা এবং ঘৃণা,

শুধু বেড়ে চলেছে।

দূরে আছি কেন?

সবাই জানতে চেয়েছে।

উত্তর দিলাম শেষে,

জাতীয় ফলের মাঝে।

কাঁঠাল যখন জাতীয় ফল,

জাতির চরিত্র কেমন বল।

জানতে যদি চাও,

বাংলাদেশের কাঁঠাল কিনে খাও!

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড