• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেমনে বলিব তোমায় কত ভালোবাসি

  রহমান মৃধা

১২ জুন ২০২৩, ১৩:৫৬
কেমনে বলিব তোমায় কত ভালোবাসি
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

শিল্পীর হাতের আঁকা ছবি বাঁকা হয়েছে,

অন্ধকারে মহাশূন্যে বাতি জ্বলেছে।

মিটি মিটি তারার সাথে সেও শূন্যে ভাসিছে,

আঁকা বাঁকা ছবি এখন কিরণ দিতেছে।

বিন্দুর থেকে যে সিন্দু করেছে,

সে এক মহান স্রষ্টা তার দেখা পাওয়া কষ্ট,

শুনেছি আছে তিনি অন্তরের ভেতরে,

সবকিছু চলিতেছে তারই নির্দেশনায়।

ভাবিতেও অবাক লাগে কে সেই শিল্পী,

বিশ্ব ভ্রমণে যা কিছু দেখেছি,

সবকিছুর মধ্যেই তার ছোঁয়া পেয়েছি।

এসেছিলাম ভবে যখন

ছিলাম আমি ছোট তখন,

সবকিছু জেনে শুনে ভাবছি আমি একা মনে,

এত বড় ভুবনটা কে চালাইতেছে?

আঁকা বাঁকা ছবি এখন কিরণ দিতেছে।

পৃথিবীটা তৈরি করে পাঠিয়েছে সে মোরে,

পরকালের চিন্তা করে বুঝতে পারিনি,

স্বর্গ নরক রইছে কাছে সেটাও জানিনি।

হঠাৎ মনে হলো পৃথিবীকে দেখে,

বুঝতে হয়নি দেরি তখন,

তার ক্ষমতা কত এখন,

সবকিছু দিয়ে তুমি পাঠিয়েছ ভুবনে!

বুঝতে পারিনি আমি তারপরও তোমাকে।

সারা জীবন নিলাম শুধু দিলাম আমি কী?

ঋণই শুধু রয়ে গেলাম সবকিছুর কাছে।

কীভাবে করব শোধ এতসব ঋণ?

ফুরিয়ে আসিতেছে আমার সারাদিন!

তোমায় করি স্মরণ, করে নাও আমায় বরণ!

তোমার ওই ভালোবাসার অন্তরালে।

আমি যখন আমার মনের মধ্যে সুন্দরের দেখা পাই,

ঠিক তখনই তোমার অনুভূতি টের পাই!

তুমি আছো তাইতো আমি সাহস করে ভাবতে পারি।

তুমি ছাড়া আর কেউ নেই

যার কাছে সব বলতে পারি,

তোমায় আমি ভালোবাসি সবকিছুর জন্য,

বিশ্বাসে নিশ্বাসে তুমি অসাধারণ, তুমিই অনন্য।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড