• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপন প্রিয়ার আগমনে!

  রহমান মৃধা

২৪ মার্চ ২০২৩, ১৪:৫৯
গোপন প্রিয়ার আগমনে!
প্রেমিক-প্রেমিকা ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

আকাশ তুমি দীপ জ্বেলো না,

বাতাস তুমি চেয়ে থেকো না।

তোমার ওই জ্বলন্ত প্রদীপে

আমার প্রিয়া প্রকৃতি থেকে

যখন দেখবে তুমি চেয়ে আছো।

সে তো লজ্জায় মুখ তুলবে না,

আমায় চোখ মেলে দেখবে না।

ভালোবাসি একথা বলবে না,

সে কাছে আসবে,

পাশে বসবে,

ফিরে চলে যাবে।

যাবার বেলা কিছু বলবে না,

আমাকে জড়িয়ে ধরবে না।

প্রাণের সুরে সে আর

গান গাইবে না।

কদম ফুলের যে মালা নিয়ে এসেছি

সে মালা তার গলায়

পরানো হবে না।

ঝর্ণার মত সে বয়ে চলে যাবে,

তার মুখের কথা বুকে থাকবে।

ভীরু স্বপ্নে সে যখন জেগে উঠবে,

আমি থাকব না তার পাশে।

আমার গানের সুরের মাঝে,

সে ভাসবে তার হৃদয় হাসবে।

মুখে হাসি ফুটবে তখন তার

আমি দেখব শুধু চোখ মেলে,

মনের মাঝে বইবে শুধু

স্মৃতি চারণের ঢেউ।

মনে মনে ভালবাসবো তারে,

জানবে না তো কেউ।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড