• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালোবাসা নাম তার!

  রহমান মৃধা

০৬ ডিসেম্বর ২০২২, ১৩:১৫
ভালোবাসা নাম তার!
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা ও তার সহধর্মিণী মারিয়া (ছবি : সংগৃহীত)

যতবার দেখেছি স্নিগ্ধ ভরা

মায়ায় মোড়ানো তার মুখ।

মুগ্ধ হয়েছে দেখে তারে,

আমার দুটি চোখ।

ভোরের আকাশে উঠেছে রবি,

আলোয় দেখেছি তারে

মন আমারে বলেছে ডেকে

আমি তার প্রতিচ্ছবি।

সাগরের ঢেউয়ে ভেসে উঠেছে তার মায়াবী মুখ

জোয়ার ভাঁটা এসেছে চোখে

হৃদয়ে পেয়েছি সুখ।

রক্তিম বসন্তে মনের অজান্তে

ঠোঁটের হাসিতে ফুটেছে ফুল

আনন্দ চিত্তে ডেকেছি তারে

সে ছিল আমার শিউলি ফুল।

কিছু কথা কিছু গান

থাকিবে তা আজীবন

এ কথাটি জানা ছিল না।

আধুনিক রূপকথা

হৃদয়ে রয়েছে গাথা

সে কথা কি সে জানে না?

অপরূপা নাম তার

মিলে মিশে একাকার

গেঁথেছি ফুলের মালা

মালাখানি দেওয়া হলো না।

গাথা মালা ঝরে গেল

ভালোবাসা শেষ হলো

এসেছি হঠাৎ করে

তার থেকে দূরে সরে

কী হবে এখন তার

সে কথা জানা হলো না।

এসেছে ফাগুন মাস

হৃদয়ের সর্বনাশ

বিরহের কথা সে লিখে পাঠাল।

বলেছে আমারে সে

থাকিতে পারিনে যে

তোমারে ছাড়া আমি।

হৃদয়ের কিছু কথা

মনে হলে লাগে ব্যথা

ভুলিতে কেন যে না পারি

ভাবছি নিরালায় বসে একা আমি!

বিবেক দিয়ে গড়া

প্রেম-প্রীতি আছে ভরা

তার নাম ভালোবাসা

এ কথাটি জানা ছিল না।

যদি হয় মন সবুজ

ভালোবাসা হয় না অবুঝ

ভালোবাসার সংজ্ঞা পেতে

থাকতে হবে মনের টান।

থাকবে হৃদয়ের উচ্ছ্বাস

থাকবে মনে মান অভিমান

ভালোবাসা হবে তার সনে।

অন্তরে থাকবে না কোন অবহেলা

ভালোবাসা যোগাবে প্রেরণা

সুখ বোধের ঘটাবে উত্থান

অকাতরে উৎসর্গ করবে প্রাণ।

ভালোবাসায় থাকতে হবে অন্তরের ছোঁয়া

থাকতে হবে আত্মিক দয়া মায়া

ভালোবাসা কোনো অপরাধ নয়

অপরাধ যদি ভালোবাসার মনটি না থাকে!

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড