• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুহু

  রাকিবুর রহমান সা'দ

১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৪
রুহু
রাকিবুর রহমান সা'দের 'রুহু' (ছবি : প্রতীকী)

আছি আমি মেয়ে তোমার দেহে

এক পলকেই গ্রাস করেছো আমার রুহুকে।

গ্রাস করে আমায় ছেড়ে দিলে ব্যস্ত শহরের পথে।

তোমার ওই এক চিলতি স্বর্গ হাসিতে

তোমার ওই এক চিলতি স্বর্গ হাসিতে

বোকা মালাকাল মওত বাস গাড়িটি-

চাপা দিয়ে গেলো এ শূন্য দেহে।

মালাকাল জানে না আমাতে

পহেলা পলকেই আপন শরীর ত্যাগে

তখনি জায়গা নিয়েছি তোমারি অস্তিত্বে।

এখন আছি আমি মেয়ে তোমার দেহে

এখন আছি আমি মেয়ে তোমারই দেহে।

রিক্সায় বসে বাসার পথে আফসোস মনে-

বার বার চোখে তোমার এই আমি।

বার বার চোখে তেমার এই আমি।

বসে আছি তোমার সাথে

হাতে হাত রেখে যেন এক স্বর্গপুরে।

স্বপ্ন ভেঙে কিঞ্চিৎ ভয়ে-

ক্ষণ মুহূর্তে মুচকি হাসছে তুমি।

স্বপ্ন ভেঙে কিঞ্চিৎ ভয়ে-

ক্ষণ মুহূর্তে মুচকি হাসছে তুমি।

ভাবছো মেয়ে তুমি আমায় নিয়ে

ঘুম ভাঙা চোখে পায়চারিতে

মুচকি হাসির খুনি নিজেকে ভেবে-

কেনো আমার ভিতরের আমি

সময় প্রতি বাস করছি তাহাতে।

সে কি সত্যি জায়গা করে আমার এ আত্মে?

হ্যাঁ, আমি আমি আমিই সে।

এখন আছি আমি মেয়ে তোমার দেহে

এখন আছি আমি মেয়ে তোমারই দেহে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড