• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : প্রতিবাদ

  ফারুকী গালিব

০৫ জুন ২০২০, ১৫:১৭
করোনা
ছবি : সংগৃহীত

আমি প্রতিবাদ করতে পারিনা, কারন ঘরে আমার বৃদ্ধ মা -বাবা। যারা আমায় জীবন দিয়েছেন? সুখগুলো বিসর্জন দিয়েছেন হাসিমুখে আমার জন্য, আমার সুখে। কে দেখবে তাদের? কে করবে সেবা? নিজ সন্তান ছাড়া আর কেই বা? এই বয়সে আমি ছাড়া কে সাপোর্ট দিবে? আমি ছাড়া কি নিয়ে তারা রবে? আমি প্রতিবাদ করতে পারি না। কারন আমার ঘরে সুন্দরী বউ, তার কোলে আমার ফুটফুটে ছোট্ট পরী। সেই ছোট্ট হাতে বুক চিতিয়ে হামাগুড়ি দেয়, কিন্তু এখনো মুখে বোল ফুটেনি আমি তার মুখ থেকে পৃথিবীর সবচেয়ে মিষ্টি বাবা ডাকটি শোনার জন্য অপেক্ষায় অধীর। কখনো কি বাবা ডাকটি শোনা হবেনা? খুব বেশী ভয় করে ইদানীং। আমি প্রতিবাদ করতে পারি না, কারন চালের কেজি পঞ্চাশ, আলু ত্রিশ আর মাছ -মাংস দূর্মূল্য উচ্চমূল্যের বাজারে একমাত্র মানুষের জীবনেরই কোন মূল্য নেই, জীবনই একমাত্র মূল্যহীন। খবরের পাতায়, টিভির পর্দায় প্রতিদিনই মানুষ মরে ও মরছে। সরকার ও কাঠমোল্লারা তসবিহ্ হাতে সেগুলোই গুনছে। আমি প্রতিবাদ করতে পারি না, কারন আমি অন্ধ, আমি বোবা -কালা। আমি প্রতিবাদ করতে পারিনা, কারণ আমি খুবই ভীতু, আমি মৃত্যুকে যমের মত ভয় পাই। কারন আমার মৃত্যুতে তোমাদের কারও কিছু যায় আসেনা। তাই প্রতিবাদ করতে পারি না, তাই আমি তোমাদের মত প্রতিবাদী হতে পারিনা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড